ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ডিআরইউ টেবিল টেনিস

জনকণ্ঠের রুমেল দ্বৈতে আবারও রানার্সআপ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১:৪৭, ৫ আগস্ট ২০২২

জনকণ্ঠের রুমেল দ্বৈতে আবারও রানার্সআপ

ডিআরইউ টিটির দ্বৈত ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারী জুটিরা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় টেবিল টেনিসের দ্বৈত ইভেন্টে ২০২১ আসরে অন্যতম ফেভারিট হয়েও ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিলেন দৈনিক জনকণ্ঠের রুমেল খান। তার ডাবলস্ পার্টনার ছিলেন দৈনিক নয়া শতাব্দীর মাহমুদুন্নবী চঞ্চল। রুমেল জনকণ্ঠে রয়ে গেলেও চঞ্চল যোগ দিয়েছেন দৈনিক ভোরের আকাশে। বহুল আলোচিতলটারিপদ্ধতির কারণে এবারেরওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২”-এর টেবিল টেনিসের  (টিটি) দ্বৈতে জুটি হতে পারেননি রুমেল-চঞ্চল জুটি। ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত টিটির দ্বৈতে রুমেল এবার জুটি হিসেবে পান মাই টিভির মাহবুব আলম খান বাবুকে। রুমেল-মাহবুব জুটি এবার রানার্সআপ হয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত খেলার ফাইনালে তারা দৈনিক সংগ্রামের জাফর ইকবাল দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মণ্ডল জুটির কাছে ১১-, -১১, -১১ পয়েন্টে হেরে যান।

এর আগে রুমেল-মাহবুব জুটি সেমিফাইনালে শামীম হাসান সবুজ জুটিকে ১১-, ১১- পয়েন্টে হারান। তৃতীয় স্থান অর্জন করেন মাহমুদুন্নবী চঞ্চল এবং একাত্তর টিভির হাবিবুর রহমান জুটি।

টিটি ইভেন্টের উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) সময় উপস্থিত ছিলেন ডিআরইউর সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। খেলা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের কোচ মোহাম্মদ অলী। তার সহযোগী ছিলেন রায়েন প্রমিত। প্রতিযোগিতার সব স্থিরচিত্র ধারণ করেন বিশিষ্ট আলোকচিত্রী বাংলার চোখের রফিকউদ্দিন এনায়েত।    

 

×