ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কদর বাড়তে পারে খেলোয়াড়দের

নারী ফুটবল লীগ জমজমাট করতে উদ্যোগ!

রুমেল খান

প্রকাশিত: ০২:৪২, ১৪ জুলাই ২০২২

নারী ফুটবল লীগ জমজমাট করতে উদ্যোগ!

.

কোন সন্দেহ নেই, গত এক যুগে দেশের পুরুষ ফুটবলে কোন আকর্ষণ ও সাফল্য না থাকলেও এর বিপরীত দৃশ্য নারী ফুটবলেসিনিয়র পর্যায়ে একটি রানার্সআপ ট্রফি ও জাতীয় বয়সভিত্তিক প্রতিযোগিতায় আটটি শিরোপা জিতেছে নারী ফুটবলাররাপক্ষান্তরে পুরুষদের জাতীয় দল সিনিয়র পর্যায়ে ২টি রানার্সআপ ট্রফি ও বয়সভিত্তিক ফুটবলে দুটি চ্যাম্পিয়ন ট্রফি ও ১টি রানার্সআপ ট্রফি জিতেছেতুলনামূলক বিচারে পুরুষদের চেয়ে নারী ফুটবলাররা দেশকে বেশি সাফল্য এনে দিলেও বিস্ময়করভাবে তারা পুরুষদের চেয়ে বেশি অবহেলিত ঘরোয়া ফুটবলেযেখানে জাতীয় দলের মানহীন ফুটবলাররা নিয়মিত ঘরোয়া লীগ খেলে প্রয়োজনের চেয়েও বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন, সেখানে জাতীয় দলের মানসম্পন্ন নারী ফুটবলাররা গত ১১ বছরে মাত্র চারবার লীগ খেলার সুযোগ পেয়েছেন এবং সেটা কম পারিশ্রমিকে

এ পর্যন্ত মাত্র চারবার মহিলা ফুটবল লীগ অনুষ্ঠিত হয়েছে (২০১১, ২০১৩, ২০১৯ ও ২০২০ সালে)এর মধ্যে ছয় বছর আবার বিরতি ছিলপুরুষদের প্রিমিয়ার ফুটবল লীগের দলগুলো প্রথম দুটি লীগে অংশ নিয়েছিলফলে সে দুটি লীগের খেলা হয়েছিল জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ২০১১ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম লীগ শুরু হয়েছিলদুই গ্রুপে অংশ নেয়া দলগুলো ছিলÑ ‘গ্রুপে : শেখ জামাল ধানম-ি, ওয়ারী, আরামবাগ ও দিপালী যুব সংঘ; ‘গ্রুপে : মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন, ঢাকা ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ ক্লাববাজেট ছিল সাড়ে চার লাখ টাকাস্পন্সর ছিল ওয়ালটনটুর্নামেন্টের চ্যাম্পিয়ন শেখ জামাল ও রানার্সআপ মোহামেডানকে যথাক্রমে ৫০ ও ৩০ হাজার টাকা করে দেয়া হয়েছিল

২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি মাঠে গড়িয়েছিল ওয়ালটন এ্যানড্রয়েড প্রিমো ঢাকা মহানগরী মহিলা ফুটবল লীগ’-এর দ্বিতীয় আসরসেবারও অংশ নিয়েছিল আটটি দলচ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী, রানার্সআপ মোহামেডানলীগের বাজেট ছিল সাড়ে ৫ লাখ টাকাঅংশ নেয়া প্রতিটি দলই পার্টিসিপেশন মানি হিসেবে ৩০ হাজার টাকা এবং লীগের চ্যাম্পিয়ন দল ৫০ হাজার টাকা, রানার্সআপ দল ৩০ হাজার টাকা করে পেয়েছিল।  এরপর দীর্ঘ ছয় বছর বাফুফের খামখেয়ালিতে মহিলা লীগ অনুষ্ঠিত হয়নিতবে ঘরোয়া লীগ না হওয়াতে ফুটবলারদের অর্থ আয়ের পথ বন্ধ থাকলেও নিজেদের প্রতিভা দেখিয়ে বিভিন্ন বয়সভিত্তিক দলে ঠাঁই করে নেয়া ফুটবলাররা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের পুরস্কার হিসেবে কিন্তু প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আর্থিক পুরস্কার পেয়ে নিজেদের পরিবারকে সহায়তা করার সুযোগ পায় নারী ফুটবলাররাতবে এটাই যথেষ্ট নয়তাই তারা ক্লাব ফুটবল লীগে খেলতে মুখিয়ে ছিল

বাংলাদেশ প্রিমিয়ার লীগে যে দলগুলো খেলে, তারা না এগিয়ে আসলে নারী ফুটবল লীগ পেশাদারিত্বের কাঠামোয় আসবে নাকয়েক বছর আগে এমন মন্তব্য করেছিলেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণদীর্ঘ প্রতীক্ষার পর ২০১৯ সালে আবারও লীগ অনুষ্ঠিত হয়তবে একমাত্র বসুন্ধরা কিংস বাদে প্রতিষ্ঠিত কোন ক্লাব এই লীগে খেলতে অনীহা প্রকাশ করেমানহীন পাড়া-মহল্লা-মফস্বলের অখ্যাত ৬টি ক্লাব এতে অংশ নেয়আর্থিকভাবে শক্তিশালী হওয়ায় কিংস জাতীয় দলের প্রায় ৯০ শতাংশ খেলোয়াড় কিনে নেয়ফলে যা হবার তাই হয়, একতরফা খেলে কিংস শিরোপা জেতে১২ ম্যাচের প্রতিটিতেই জিতে তারা১১৯ গোল করলেও একটি গোলও হজম করেনি! প্রায় প্রতিটি ম্যাচেই তারা ১২-১৩টি করে গোল করেফলে তখনই এ নিয়ে সমালোচনা হয়দাবি ওঠে পরেরবার যেন মানহীন ও একপেশে লীগ না হয়প্রতিটি দলেই যেন ভারসাম্যপূর্ণ হয় এবং প্রতিষ্ঠিত ক্লাবগুলো যেন অংশ নেয়কিন্তু ক্লাবগুলো অসহযোগিতামূলক মনোভাবের কাছে জিম্মি হয়ে পড়ায় বেচারা বাফুফে বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারেনিফলে ২০২০ সালের লীগও হয় আগের বছরের লীগের কার্বন কপিতবে জাতীয় দলের বয়সভিত্তিক জুনিয়র খেলোয়াড়দের নিয়ে গড়া নতুন দল এআরবি স্পোর্টিং ক্লাব কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেকিন্তু কিংস চ্যাম্পিয়ন হওয়া থেকে আটকাতে পারেনি১৪ খেলার প্রতিটিতেই জেতা কিংস এবার ১২৩ গোল করার বিপরীতে মাত্র ১টি গোল হজম করেএকটি ম্যাচে তারা ২০-০ গোলে জেতেএভাবে মুড়িমুরকির মতো প্রতি ম্যাচে কিংসের গোল করা নিয়ে আবারও সমালোচনার ঝড় ওঠেএবার দাবি ওঠে পরের লিগে প্রতিষ্ঠিত ক্লাবগুলোর মহিলা লীগে খেলা বাধ্যতামূলক করার এবং প্রতিটি দলে জাতীয় দলের ৫ জনের বেশি ফুটবলার না নিয়ে পুলপ্রথাকরার

এই প্রেক্ষিতে এবার বাফুফে কঠোর হয়েছেপ্রিমিয়ার লীগের ক্লাবগুলোকে মেয়েদের ফুটবল দল গড়ার শর্ত দিয়েছে তারাসেই হিসেবে মেয়েদের দল গড়তে শুরু করেছে প্রিমিয়ারের ক্লাবগুলোমোহামেডান, আবাহনী, শেখ রাসেল ক্রীড়া চক্র, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের নাম শোনা গেছেপ্রিমিয়ার ফুটবল লীগে খেলা অনেক ক্লাবই বাফুফেতে চিঠি দিয়ে মেয়েদের দল গঠনে আগ্রহ প্রকাশ করেছেগত মহিলা লীগে অনেক ক্লাবই তাদের ফুটবলারদের সঙ্গে পারিশ্রমিক নিয়ে লিখিত চুক্তি করেনি এবং ঠিকমতো পারিশ্রমিকও দেয়নিঅথচ বাফুফে সেবার এসবের কিছুই নজরদারি করেনিএবারের লীগেও যে এমন কিছু হবে না, তার কোন নিশ্চয়তাও বাফুফে এবার দেয়নি

দক্ষিণ এশিয়ান নারী ফুটবলের বয়সভিত্তিক পর্যায়ে অন্যতম পরাশক্তি বাংলাদেশকিন্তু আন্তর্জাতিক পর্যায়ে সে অর্থে আসছে না সাফল্যজাতীয় দল হিসেবে এখন ঠিক ছন্দ খুঁজে পাচ্ছেন না মারিয়া-সাবিনারাএই ব্যর্থতার পেছনে পেশাদার লীগের অভাবই দায়ী, যা ঠিকমতো আয়োজন করতে পারছে না বাফুফে!

 

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার