ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়েস্ট ইন্ডিজের জয় ৩৫ রানে

ডোমিনিকায় দ্বিতীয় টি২০তে হার বাংলাদেশের

মোঃ মামুন রশীদ

প্রকাশিত: ০১:২৩, ৫ জুলাই ২০২২

ডোমিনিকায় দ্বিতীয় টি২০তে হার বাংলাদেশের

বিষাদে পরিণত হয় টাইগারদের

প্রথম টি২০ প্রকৃতির বৈরিতায় পরিত্যক্ত হলে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, ‘বৃষ্টির আশীর্বাদে সৌভাগ্যবান বাংলাদেশ!কারণ সেদিন ব্যাটিং দৈন্যতায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ১৩ ওভারেই ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৫ রান করে বাংলাদেশডোমিনিকার উইন্ডসর পার্কে হওয়া সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে যেন সেটাই প্রমাণ করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ৩৫ রানের বড় জয়ে ৩ ম্যাচের টি২০ সিরিজে তারা এগিয়ে গেছে ১-০ ব্যবধানেঝকঝকে রোদে উজ্জ্বল পরিবেশে আগে ব্যাটিংয়ে নামা উইন্ডিজরা বাংলাদেশী বোলারদের ওপর তাণ্ডব চালান

বিশেষ করে রোভম্যান পাওয়েলের বিধ্বংসী ও ব্র্যান্ডন কিংয়ের হিসেবি অর্ধশতকে ২০ ওভারে ক্যারিবীয়রা ৫ উইকেটে ১৯৩ রান তোলেবাংলাদেশী স্পিনাররা যথেষ্ট সমীহ আদায় করলেও বাংলাদেশের ৩ পেসার- তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম ছিলেন বিপর্যস্ত ও অগোছালোপরে টপঅর্ডারদের ব্যর্থতায় ২৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশসাকিব আল হাসান একাই লড়ে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেললেও ৬ উইকেটে ১৫৮ রানের বেশি করতে পারেনি সফরকারীরা

আন্তর্জাতিক ক্রিকেট তেমন না হলেও নিজেদের মাঠ ডোমিনিকার সঙ্গে বেশ পরিচিত ক্যারিবীয়রাবৃষ্টিতে পরিত্যক্ত হয় ৫ বছর পর কোন আন্তর্জাতিক ম্যাচ হিসেবে মাঠে গড়ানো প্রথম টি২০ক্যারিবীয়দের উসবে জল ঢেলে দেয় বেরসিক বৃষ্টিসেদিন বৃষ্টিতে সিক্ত পরিবেশে টস জিতে আগে বোলিং করে ক্যারিবীয়রা২ পেসার ও ৩ স্পিনার নিয়ে একাদশ সাজায় বাংলাদেশকিন্তু রবিবার ছিল রৌদ্রোজ্জ্বল পরিবেশ, দারুণ ব্যাটিং উইকেটতাই টস জিতেই ব্যাটিং নেয় উইন্ডিজডেভন থমাসের ইনজুরিতে কিমো পলকে দলে ভেড়ায় তারা

আর বাংলাদেশ দল বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের পরিবর্তে তাসকিনকে ও ব্যর্থ ওপেনার মুনিম শাহরিয়ারকে বসিয়ে মোসাদ্দেক হোসেন সৈকতকে একাদশে নেয়প্রথম ওভারে তাসকিন ১৪ রান দিলেও পরের ওভারে মাত্র ৪ রান দিয়ে অফস্পিনার শেখ মেহেদি হাসান শিকার করেন কাইল মেয়ার্সকে (৮ বলে ১৭)সাকিবও বাঁহাতি স্পিনে চতুর্থ ওভারে প্রথম বোলিংয়ে এসেই মাত্র ১ রান দিয়ে সাজঘরে ফেরান শামার ব্রুকসে (০)কিন্তু এরপর পেসারদের অনিয়ন্ত্রিত বোলিং অব্যাহত থাকেসেই সুযোগে পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৪৬ রান তোলে ক্যারিবীয়রাকিং প্রথম থেকেই বেশ দেখেশুনে খেলেছেন

তার দারুণ হিসেবি ব্যাটিং এবং বাংলাদেশী পেসারদের বিশৃঙ্খল বোলিংয়ের সুযোগ নিয়ে তৃতীয় উইকেটে ৭৪ রান যোগ করেন অধিনায়ক নিকোলাস পুরান৩০ বলে ৩ চার ১ ছক্কায় ৩৪ রান করে মোসাদ্দেক হোসেনের অফস্পিনে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন পুরানমোসাদ্দেক ১৩তম ওভারটি মেডেনসহ উইকেট নেনএর মধ্যেই কিং ৩৬ বলে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পানকিন্তু এরপর আর নিজেদের ধরে রাখতে পারেনি বাংলাদেশের বোলাররাএমনকি ৩ ওভারে মাত্র ১৫ রান দেয়া সাকিব ১৬তম ওভারে দেন ২৩ রানরোভম্যান মাত্র ২০ বলে ফিফটি পান

চতুর্থ উইকেটে কিং-রোভম্যান ২৮ বলে ৬৩ রানের জুটি গড়েনশেষ ৫ ওভারে ৭৪ রান তোলে ক্যারিবীয়রাফলে ৫ উইকেটে ১৯৩ রানে থামে তারাকিং ৪৩ বলে ৭ চার, ১ ছয়ে ৫৭ ও রোভম্যান ২৮ বলে ২ চার, ৬ ছক্কায় অপরাজিত ৬১ রান করেনশেষদিকে কিছুটা ভাল বোলিং করে শরিফুল ৪ ওভারে ৪০ রানে ২ উইকেট নিয়েছেনতাসকিন ৩ ওভারে ৪৬, মুস্তাফিজ ৪ ওভারে ৩৭ রান খরচা করেনজবাব দিতে নেমে লিটন কুমার দাস (৫), এনামুল হক বিজয় (৩) ও চারে নেমে মাহমুদুল্লাহ (১১) দ্রুতই সাজঘরে ফিরলে বিপদে পড়ে বাংলাদেশতবে চতুর্থ উইকেটে হিসেবি ব্যাটিংয়ে সাকিব-আফিফ হোসেন ধ্রুব ৪৪ বলে ৫৫ রান যোগ করেনকিন্তু পাওয়ার প্লের ৬ ওভারে ৩ টপঅর্ডারকে খুঁইয়ে ৪৪ রান করা বাংলাদেশ ম্যাচে জয়ের পরিস্থিতি তৈরি করতে পারেনি

আফিফ ২৭ বলে ৩ চার, ১ ছয়ে ৩৪ রানে আউট হওয়ার পর সাকিব একাই লড়েছেন৪৫ বলে ফিফটি করেন২০১৯ সালের সেপ্টেম্বরে সর্বশেষ ফিফটির পর দশম এই অর্ধশতক পেয়েছেন ২০ ইনিংস পরতিনি আর দলকে জেতাতে পারেননি৫২ বলে ৫ চার, ৩ ছয়ে ৬৮ রানে অপরাজিত থাকলেও বাকিদের ব্যর্থতায় ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান করতে পেরেছে বাংলাদেশমাহমুদুল্লাহর পর সাকিব দ্বিতীয় বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক টি২০তে ২ হাজার রান পূর্ণ করে প্রথম ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে ২ হাজার রান ও বল হাতে ১০০ উইকেট শিকারের অনন্য বিশ^রেকর্ড গড়েনকিন্তু বাংলাদেশ হেরে যায় ৩৫ রানেরোমারিও শেফার্ড ও ওবেদ ম্যাককয় ২টি করে উইকেট নেন

স্কোর ওয়েস্ট ইন্ডিজ ইনিংস- ১৯৩/৫; ২০ ওভার (রোভম্যান ৬১*, কিং ৫৭, পুরান ৩৪, মেয়ার্স ১৭; শরিফুল ২/৪০)বাংলাদেশ ইনিংস- ১৫৮/৬; ২০ ওভার (সাকিব ৬৮*, আফিফ ৩৪, মোসাদ্দেক ১৫; শেফার্ড ২/২৮, ম্যাককয় ২/৩৭)ফল ওয়েস্ট ইন্ডিজ ৩৫ রানে জয়ীম্যাচসেরা রোভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)সিরিজ ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে এগিয়ে

×