ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

অবসর নিলেন ফিফা রেফারি সুজিত ব্যানার্জী

প্রকাশিত: ২০:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০২১

অবসর নিলেন ফিফা রেফারি সুজিত ব্যানার্জী

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের অন্যতম শীর্ষ ফুটবল রেফারি সুজিত ব্যানার্জী চন্দন অবসর নিয়েছেন। আজ (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যে বিপিএল ফুটবলের ম্যাচের আগে তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেন। তবে তিনি ম্যাচটি পরিচালনা করেন নি। দুই দলের অধিনায়কের সঙ্গে টস করে মাঠ থেকে বেরিয়ে যান। চন্দনের পরবর্তী লক্ষ্য রেফারিজ ইন্সট্রাক্টর হিসেবে কাজ করা। তিনি ফুটবলার হিসেবে অবসর নেয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিভাগে যোগ দেন।
×