
স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার পল্টনের আউটার স্টেডিয়ামে বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ-এর ২টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ঝিনাইদহের মাওলানা বাদ হাই স্কুল ১-০ গোলে গোপালগঞ্জের হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুলকে হারায়। বিজয়ী দলের ইন্তেকাব জয়সূচক গোলটি করেন। ম্যাচসেরা খেলোয়াড় হন বিজয়ী দলের কুতুব মিয়া।
অপর ম্যাচে সুনামগঞ্জের আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয় গোলশূন্য ড্র করে রাজশাহীর নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়কে। ম্যাচসেরা হন সুনামগঞ্জের তাছিম উদ্দিন।