ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

করোনা আক্রান্ত ১০ ক্রিকেটার

প্রকাশিত: ০০:৫৭, ২৪ জুন ২০২০

করোনা আক্রান্ত ১০ ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার \ ইংল্যান্ড সফরের আগে করোনাভাইরাসের থাবার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। কোনরকম লক্ষণ ছাড়াই পজিটিভ হয়েছেন শাদাব খান, হায়দার আলি ও হারিস রউফ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আসন্ন ইংল্যান্ড সফরের দলে থাকা এই তিন ক্রিকেটারের শরীরে করোনার উপস্থিতি মিলেছে। রবিবার তাদের রাওয়ালপিন্ডিতে করোনা টেস্ট করানো হয়েছিল। সোমবার তাদের করোনার রিপোর্ট হাতে পায় পিসিবি। পিসিবির মেডিক্যাল টিম এরই মধ্যে তিন ক্রিকেটারকে সেলফ আইসোলেশনে পাঠিয়েছে। এছাড়া ইমাদ ওয়াসিম ও উসমান শিনওয়ারির করোনা পরীক্ষা করানো হয়েছিল। তাদের টেস্টের ফল নেগেটিভ এসেছে। আগামী ২৪ জুন তারা লাহোরে দলের সঙ্গে যোগ দেবেন। ইংল্যান্ড সফরের আগে ২৯ জন ক্রিকেটারসহ মোট ৪৩ জনের দুই দফা করোনা টেস্ট করানোর পরিকল্পনা পিসিবির। প্রথম দফাতেই তিন ক্রিকেটার আক্রান্ত হলেন। এদিকে ২২ গজের লড়াই শুরুর আগে স্টাফ ও খেলোয়াড়দের করোনা পরীক্ষা করে নিচ্ছে সিএসএ। সবমিলিয়ে পরীক্ষা করা ১০০ জনের ৭ জনের করোনা শনাক্ত হওয়ার খবর দক্ষিণ আফ্রিকান ক্রীড়াবিষয়ক পত্রিকা স্পোর্ট টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন ফুল, ‘আমরা করোনা পরীক্ষায় পজিটিভ পেয়েছি। এক শ’র ওপরে করা পরীক্ষায় ৭ জনের ধরা পড়েছে।’ সিএসএ’র অন্তর্বর্তী প্রধান নির্বাহী খবরটা নিশ্চিত করলেও আক্রান্তের মধ্যে কোন খেলোয়াড় আছেন কিনা সেটা গোপন রেখেছেন। নীতি অনুযায়ী আক্রান্তের নাম বলার অনুমতিও নেই।
×