ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অচিরেই হকির নির্বাচন দাবি

প্রকাশিত: ০৭:০৪, ২৫ জুলাই ২০১৮

অচিরেই হকির নির্বাচন দাবি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) নতুন সভাপতির কাছে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন ফেডারেশন কর্মকর্তারা। সোমবার গভর্নিং বডির বৈঠকে ফেডারেশন সভাপতির কাছে এই দাবি উত্থাপন করেন তারা। নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন সভাপতি। তবে হকি ফেডারেশনের গুরুত্বপূর্ণ এই বৈঠকেও সুরাহা হয়নি লীগের শিরোপা নির্ধারণী ম্যাচ জটিলতা। গত জানুয়ারিতে হয়েছিল বাহফের এ্যাডহক কমিটি। এর পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন দেয়ার কথা ছিল এই অস্থায়ী কমিটির। কিন্তু ১৮০ দিনেরও বেশি পার হলেও নির্বাচন আয়োজন করতে পারেনি বর্তমান এই অস্থায়ী কমিটি। এর মধ্যে ফেডারেশনের সঙ্গে যোগ দিয়েছেন নতুন সভাপতি। বিমানবাহিনীর প্রধান এই সভাপতির সঙ্গে অনুষ্ঠিত হলো প্রথম গভর্নিং বডির বৈঠক। সভায় হকিকে এগিয়ে নিতে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন ফেডারেশন কর্তারা। বাহফের সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার বলেন, ‘নিয়মিত একটি কমিটি ছাড়া কোন বিকল্প নেই। ক্রিকেট, ফুটবলের মতো হকিও একটা বড় ফেডারেশন। সেখানে এ্যাডহক কমিটি যখন থাকে, তখন এর সম্মিলিত কাজ হয় না। আমরা নতুন সভাপতিকে বলেছি যে, আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেন।’ নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলে সভায় আশ্বাস দিয়েছেন নতুন সভাপতি। পাশাপাশি নতুন খেলোয়াড় তৈরির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দিক-নির্দেশনা দিয়েছেন বাহফের এই শীর্ষ কর্তা। বাহফের সহ-সভাপতি একেএম মুমিনুল হক সাঈদ বলেন, ‘মন্ত্রণালয় থেকে আমাদের যে কমিটি দেয়া হয়েছে, আমাদের বলা হয়েছিল, নব্বই দিনের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিয়ে তাদের বলার জন্য। আমি সভাপতিকে বলেছি। তিনি বলেছেন, মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে দ্রুতই সিদ্ধান্ত জানাবেন।’ গভর্নিং বডির সভায় আরও বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হলেও অধরাই থেকে গেছে হকি লীগে মোহামেডান-মেরিনারের শিরোপা নির্ধারণীর ম্যাচটির জটিলতা। কবে নাগাদ মিলবে সমাধান তাও অজানা সবার। এর আগে দক্ষিণ কোরিয়া সফরে যাওয়ার আগে সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত ও ফটোসেশনে অংশ নেন কোচ-খেলোয়াড়রা।
×