ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ডগলাস কস্তা এখন জুভেন্টাসের

প্রকাশিত: ০৫:২৮, ২৭ নভেম্বর ২০১৭

ডগলাস কস্তা এখন জুভেন্টাসের

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরেই ধারে জুভেন্টাসে খেলছিলেন বেয়ার্ন মিউনিখের ব্রাজিলিয়ান তারকা ডগলাস কস্তা। এবার তাকে স্থায়ী সদস্য করে নিয়েছে ইতালীয় জায়ান্টরা। ৪৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালিয়ান সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়নরা তাকে দলভুক্ত করেছে বলে নিশ্চিত করেছে জার্মান জায়ান্টরা। গত জুলাইয়ে ধারে জুভেন্টাসে যোগ দেন ডগলাস কস্তা। এই সময়ের মধ্যেই নিজেকে দারুণভাবে মেলে ধরেন তিনি। এখন পর্যন্ত এ ধরনের প্রতিযোগিতা মিলিয়ে জুভেন্টাসের হয়ে ১৬টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। গত মাসে ল্যাজিও’র বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে জুভেন্টাসের হয়ে একমাত্র গোলটিও করেন তিনি। তার পারফর্মেন্সে সন্তুষ্ট হয়েই কস্তাকে স্থায়ী সদস্য করার সিদ্ধান্ত নেয় ইতালিয়ান জায়ান্টরা। ক্লাবের অংশীদারদের সঙ্গে এক বৈঠকে বেয়ার্নের চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে কস্তার দলবদলের বিষয়টি নিশ্চিত করেন। গত মৌসুমে কার্লো আনচেলত্তির অধীনে ৩৪টি ম্যাচে অংশ নেয়া কস্তা অনেকটা আকস্মিকভাবেই মিউনিখে গুরুত্ব হারিয়ে ফেলেন। বেয়ার্ন মিউনিখে খেলার সময় দুটি বুন্দেসলিগার শিরোপাসহ বেশ কয়েকটি টুর্নামেন্টের শিরোপা জয় করেন তিনি।
×