ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রাদার্সের শুভ সূচনা বারিধারাকে হারিয়ে

প্রকাশিত: ০৬:২৭, ৩ এপ্রিল ২০১৬

ব্রাদার্সের শুভ সূচনা বারিধারাকে হারিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ জিতে শুভ সূচনা করলো ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’রা। হ্যাঁ, ব্রাদার্স ইউনিয়নের কথাই বলা হচ্ছে। স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে গোপীবাগের ঐতিহ্যবাহী এই ক্লাবটি। ২-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে। বলা যায়, মোটামুটি অনায়াসেই তারা কুড়িয়ে নিয়েছে এই জয়। তাদের প্রথম গোলটি প্রতিপক্ষের উপহার আর দ্বিতীয় গোল এসেছে ১০ জনের বারিধারার বিপক্ষে, যারা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের সদ্য শিরোপাধারী। ম্যাচের ১৪ মিনিটে বাঁ-প্রান্ত থেকে ব্রাদার্সের মিডফিল্ডার কাউসার আলী রাব্বি শট নিলেও অল্পের জন্য তা প্রতিপক্ষের জালে জড়ায়নি। ২৪ মিনিটে ব্রাদার্সের বক্সে ঢুকে একাধিক আক্রমণ হানে বারিধারা। কিন্তু ব্রাদার্সের রক্ষণভাগের দৃঢ়তায় গোলবঞ্চিত হয় তারা। ৩৩ মিনিটে ডানপ্রান্ত থেকে সতীর্থকে উদ্দেশ করে ক্রস দেন ব্রাদার্সের মিডফিল্ডার মেজবাহ। বক্সে দাঁড়ানো বারিধারার ডিফেন্ডার আরিফুল ইসলাম বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। তার গায়ে লেগে বল ঢুকে যায় জালে (১-০)। উল্লাসে মাতে ব্রাদার্স। প্রথমার্ধের অন্তিম সময়ে বারিধারার ডিফেন্ডার খালেকুজ্জামানের কর্নারে হেড নেন অধিনায়ক সেন্টু চন্দ্র সেন। কিন্তু সেই বল ফিরিয়ে দেন ব্রাদার্সের গোলরক্ষক উত্তম বড়ুয়া। ৫০ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বারিধারা। প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফরোয়ার্ড ফয়সাল আহমেদ শিটুল। ৬৫ মিনিটে ব্রাদার্সের আউডু ইব্রাহিমের শট ফিরিয়ে দেন গোলরক্ষক রাজিব। ৮৪ মিনিটে একক প্রচেষ্টায় বক্সের ভেতর তীব্র শট নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাদার্সের নাইজিরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে (২-০)। দশজনের দল পেয়েও বারিধারার বিপক্ষে বড় ব্যবধানে জয় পায়নি ব্রাদার্স। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে মহিদুর রহমান মিরাজের শিষ্যরা। স্বাধীনতা কাপে ইতোমধ্যে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হলেও মূলত বড় দলগুলোর ম্যাচ শুরু হচ্ছে আজ থেকেই। আজকে অনুষ্ঠিত হবে দু’টি ম্যাচ। তবে মূল আকর্ষণ শেখ জামাল-মোহামেডান ম্যাচ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪টায় মুখোমুখি হবে দু’টি দল।
×