ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

দেশে ফিরলেন ইতিহাস গড়া নারী ফুটবলাররা

প্রকাশিত: ০৭:১৫, ৭ জুলাই ২০২৫

দেশে ফিরলেন ইতিহাস গড়া নারী ফুটবলাররা

ছবি: সংগৃহীত

এএফসি নারী এশিয়ান কাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে নেওয়ার পর দেশের মাটিতে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। রবিবার (৬ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দলের সদস্যরা পৌঁছান।

এই ঐতিহাসিক অর্জনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের সংবর্ধনার আয়োজন করেছে। দলের ঢাকায় পৌঁছানোর পরপরই রবিবার দিবাগত রাতেই রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

মধ্যরাতে এমন আয়োজনের পেছনে রয়েছে সময়ের সীমাবদ্ধতা। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমার সোমবার ভোরেই ভুটানে পাড়ি জমানোর কথা রয়েছে। এছাড়াও আরও তিনজন ফুটবলারও দুদিন পর চলে যাবেন। এই কারণে পুরো দল একসঙ্গে থাকতেই মধ্যরাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে বাফুফে জানিয়েছে। নারী ফুটবল দলের এই ঐতিহাসিক সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে এবং ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

সাব্বির

×