ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

মাথায় হাত মেসির, মাথা নত রোনাল্ডোর

প্রকাশিত: ২১:৩৭, ২ মে ২০২৫

মাথায় হাত মেসির, মাথা নত রোনাল্ডোর

হতাশ দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ছবি: এক্স

একসঙ্গে ভূপাতিত হয়েছেন দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তাদের নিজ নিজ ক্লাব সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিয়েছে মেসির ইন্টার মায়ামি। শেষ চারের দ্বিতীয় লেগের ম্যাচে ভ্যানকুভার হোয়াইটক্যাপসের কাছে ৩-১ গোলে হেরেছে মেসি বাহিনী। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে পিছিয়ে থেকে ছিটকে পড়ে মায়ামি। প্রথম লেগে ২-০ গোলে হেরেছিল মেসিরা।

অন্যদিকে এএফসি চ্যাম্পিন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে রোনাল্ডোর আল নাসর। সৌদি আরবের জেদ্দায় শেষ চারের ম্যাচে অনেকের চোখেই ফেভারিট ছিল তারকায় ঠাসা দলটি। মাঠের লড়াইয়েও বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য করে তারা। কিন্তু ফিনিশিংয়ে সেই তুলনায় সফল হতে পারেনি দলটি। তাদেরকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্তলে। ম্যাচ শেষে তাই মেসিকে মাথায় হাত দিয়ে হতাশা প্রকাশ করতে দেখা যায়। আর লজ্জায় মাথা নত করে আছেন রোনাল্ডো।

হারের পর ইন্টার মায়ামি কোচ জ্যাভিয়ের মাশ্চেরানো বলেন, খারাপ লাগছে। কারণ আমরা ফাইনালে উঠতে চেয়েছিলাম। সেটা করতে পারলে ক্লাবকে গুরুত্বপূর্ণ একটা অবস্থানে নিয়ে যেত। আমাদের মেনে নিতেই হবে যে, তারা ভালো ছিল। আমরা জানি ইন্টার মায়ামি লিগ কাপ জিতেছে। কিন্তু এই অঞ্চলের সবচেচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ। এখানে আমরা ব্যর্থ হয়েছি। অন্যদিকে ২০২৩ সালের শুরুতে সৌদি প্রো লিগের ক্লাবটিতে যোগ দিয়ে ওই বছরই আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জয়ের স্বাদ পেয়েছিলেন রোনাল্ডো। কিন্তু সেটা কোনো অফিসিয়াল টুর্নামেন্ট নয়। তাই ক্লাবটিতে বড় শিরোপা জয়ের আশা এখনও অপূর্ণই রয়ে গেছে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের।

এবারের প্রো লিগেও সেই খরা ঘোচানোর সম্ভাবনা নেই বললেই চলে। পাঁচ রাউন্ড বাকি থাকতে শীর্ষস্থানের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে আছে রোনাল্ডোর দল। ২৯ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আল-হিলাল। আর ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আল নাসর।

 

জাহিদ জয় /রাজু

×