ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জার্মানির ফুটবল ঢেলে সাজানোর আহ্বান কোচ ফ্লিকের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:২৩, ৩ ডিসেম্বর ২০২২

জার্মানির ফুটবল ঢেলে সাজানোর আহ্বান কোচ ফ্লিকের

.

টানা দু’বার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়াকে ‘বিশাল হতাশার’ বলে উল্লেখ করে কোচ হ্যান্সি ফ্লিক জার্মানির ফুটবল যুব উন্নয়নে জরুরি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার ই-গ্রুপে কোস্টারিকাকে ৪-২ গোলে হারালেও এই গ্রুপের অন্য খেলায় জাপানের কাছে ২-১ গোলে স্পেন হেরে যাওয়ার পর গোল ব্যবধানে জার্মানি বিদায় নেয়।
এই ম্যাচের আগে ১৯৯০ বিশ্বকাপজয়ী ফুটবলার এবং ২০০৬ বিশ্বকাপে জার্মানির কোচ জার্গেন ক্লিন্সম্যান বলেছিলেন যে চার বছর আগে রাশিয়া বিশ্বকাপ থেকে দলটির প্রথম রাউন্ড থেকে বিদায়ের চেয়ে আরেকটি গ্রুপ পর্বে বাদ পড়াটা একটি বিপর্যয়ের দশ গুণ বেশি হবে। ক্লিন্সম্যানের এই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হয়।
ফ্লিক বলেন, ‘অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জার্মানির যুব ফুটবল উন্নয়ন ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন দরকার। গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপের পর জোয়াকিম লো’র কাছ থেকে জার্মানি জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্ব বুঝে নেওয়া ফ্লিক আরও বলেন, ‘জার্মানিকে উন্নতির জন্য অন্যান্য দেশের উন্নয়নমূলক কার্যক্রমের দিকে তাকাতে হবে। এক্ষেত্রে তারা স্পেনকে অনুসরণ করতে পারে।’
কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর জার্মানি ফুটবল দলের ড্রেসিংরুমে ‘বিশাল হতাশা’ ছিল স্বীকার করে ফ্লিক বলেন, ‘আমাদের খেলোয়াড় যারা আছে, তারা বিশ্বের শীর্ষ লিগগুলোর শীষ ক্লাবগুলোতে খেলে। এবং তাদের মানও আছে। কিন্তু আমি বিশ্বাস করি যে জার্মানির ফফুটবলের ভবিষ্যতের জন্য, আমাদের ভিন্নভাবে কাজ করা দরকার।’ ফ্লিক আরও বলেন, ‘কয়েক বছর ধরে আমরা নতুন গোলরক্ষক, নতুন উইং ব্যাক নিয়ে কথা বলে আসছি, কিন্তু যা সবসময় ভালো ছিল (অতীতে) তাহলো আমরা ভালোভাবে রক্ষা করতে পারতাম- এই উপাদানগুলো আমাদের দরকার। আমাদের বেসিক দরকার। স্পেন হেরে গেলেও, আমাদের স্পেনের দিকে তাকানো উচিত। স্পেন রক্ষণে খুব ভালো, তারা তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণের দিকে মনোনিবেশ করে এবং তারা তাদের আক্রমণ কিভাবে করবে, তা ভালো জানে।’
২০২৪ সালে পরবর্তী ইউরো কাপে জার্মানি স্বাগতিক হবে। এর আগেই ফ্লিক একটি প্রজন্মগত পরিবর্তন অনুসরণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দেন ‘নতুন প্রজন্মের ফুটবলারদের দিকে নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের জন্য ভালো খেলোয়াড় আছে, কিন্তু আগামী দশ বছরের জন্য, আমাদের এখনই সঠিক পদক্ষেপ নেয়া খুবই গুরুত্বপূর্ণ।’
ফ্লিক ১৯ বছর বয়সী মিডফিল্ডার জামাল মুসিয়ালার দিকে ইঙ্গিত করেছিলেন; যিনি ২০২১ সালে জার্মানিতে যাওয়ার আগে ইংলিশ ফুটবল ডেভেলপমেন্ট সিস্টেমের মাধ্যমে এসেছিলেন। এ প্রসঙ্গে ফ্লিকের ভাষ্য, ‘এটি দুর্ভাগ্যজনক যে তার মতো একজন খেলোয়াড় টুর্নামেন্টে থাকতে পারেনি। সে অসাধারণ। তার ট্যাকলের দক্ষতা, একের পর এক- সে অসামান্য।’
ফ্লিক বলেন যে প্রধান কোচ হিসেবে থাকতে এবং জার্মানিকে তাদের আগামী ইউরো কাপে নেতৃত্ব দিতে আগ্রহী। কিন্তু স্বীকার করেন, ‘এটা আমার ওপর নির্ভর করবে না।

 

 

×