ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এক নজরে ঈদের টিভি আয়োজন

প্রকাশিত: ০০:৪৪, ১ মে ২০২২

এক নজরে ঈদের টিভি আয়োজন

এটিএন বাংলা ঈদের দিন ॥ সকাল ৯-০০ নাটক ‘গনি সাহেবের শেষ কিছুদিন’, সকাল ১০-২০ সিনেমা ‘ঢাকা এ্যাটাক’ (মাহিয়া মাহি, আরিফিন শুভ), বেলা ২-৫০ সিনেমা ‘হিরো দ্য সুপার স্টার’ (শাকিব খান, অপু বিশ্বাস), সন্ধ্যা ৬-০০ নাটক ‘উড়ো প্রেম’ (অপূর্ব, মেহেজাবিন), ৭-৩৫ নাটক ‘বিবাহ করিতে ইচ্ছুক’ (অপূর্ব, কেয়া পায়েল), ১০-৩০ ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘তুমি আমার প্রেয়সী’। ২য় দিন ॥ সকাল ১০-২০ সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ (শাকিব, জয়া আহসান, আরিফিন শুভ), বেলা ১-২৫ নৃত্যানুষ্ঠান ‘আর্ট অব ডান্স’, ২-৫০ সিনেমা ‘বসগিরি’ (শাকিব, বুবলী), রাত ৮-৪৫ নাটক ‘মিশন ফেইল’, ১১-০০ টেলিফিল্ম ‘দ্য বস’। ৩য় দিন ॥ সকাল ১০-২০ সিনেম ‘চিরদিন আমি তোমার’ (রিয়াজ, পূর্ণিমা), বেলা ২-৫০ সিনেমা ‘আমি নেতা হবো’ (শাকিব, বিদ্যা সিনহা মীম), সন্ধ্যা ৬-০০ নাটক ‘মনে মনে’ (তৌসিফ, ফারিন), রাত ৮-৪৫ নাটক ‘কানকথা’ (অপূর্ব, তাসনিয়া ফারিন), ১১-০০ টেলিফিল্ম ‘ফাঁকা মাঠে গোল’ (জাহিদ হাসান, সারিকা)। ৪র্থ দিন ॥ সকাল ৯-০০ নাটক ‘নূরুল আলমের বিয়ে’ (আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা), ১০-২০ সিনেমা ‘শাবিননামা’ (শাকিব, অপু বিশ্বাস), বেলা ২-৫০ সিনেমা ‘আরো ভালবাসবো তোমায়’ (শাকিব, পরীমণি), রাত ৮-৪৫ নাটক ‘সরি বাবা’ ( মিশু সাব্বির, নাদিয়া মীম)। বৈশাখী টেলিভিশন ঈদের দিন ॥ সকাল ১১-০০ গানে গানে ঈদ আনন্দ সালমা ও তার দল, বেলা ২-২০ সিনেমা ‘বউ শাশুড়ীর যুদ্ধ (ফেরদৌস, শাবনূর), সন্ধ্যা ৭-৩০ ধারাবাহিক নাটক ‘বার্থডে পুশিং’, রাত ৮-১০ একক নাটক ‘ফুর্তির ফসল’ (রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, শহীদুজ্জামান সেলিম প্রমুখ), ৯-২০ ধারাবাহিক নাটক ‘ঈদ টুর্নামেন্ট’, ১০-৩০ ধারাবাহিক নাটক ‘হোটেল ফাইভ স্টার’। ২য় দিন ॥ সকাল ৮-১৫ বৈশাখীর সকালের গান শিল্পী খুরশীদ আলম, দুপুর ২-২০ সিনেমা : ‘মনে প্রাণে আছ তুমি’ (মাহিয়া মাহি, শাকিব খান, অপু বিশ্বাস), বিকাল ৫-১৫ ঈদ ম্যাগাজিন অন্যরকম ঈদ, রাত ৮-১০ একক নাটক ‘সাইরেন মানিক’ (জাহিদ হাসান, নাবিলা ইসলাম, সুচনা শিকদার), ১০-০০ ধারাবাহিক নাটক ‘তেলবাজি কোচিং সেন্টার’, ১১-৩৫ মেগা নাটক ‘চশমা পরিবার’। ৩য় দিন ॥ বেলা ১-০০ শুধু সিনেমার গান, ২-২০ সিনেমা ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’ (মান্না, শাবনূর, পূর্ণিমা), রাত ৮-১০ একক নাটক ‘পোস্ট মর্টেম’ (এ্যালেন শুভ্র, ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু), ১১-৩৫ মেগা নাটক ‘সুন্দরী বাঈদানী’, ৪র্থ দিন ॥ বেলা ২-২০ সিনেমা ‘জমিদার’ (রিয়াজ, পূর্ণিমা), রাত ৮-১০ একক নাটক ‘টিকটক বউ’ (মীর সাব্বির, মৌসুমী হামিদ), ১০-০০ ধারাবাহিক নাটক ‘তেলবাজি কোচিং সেন্টার’, ১১-৩৫ মেগা নাটক ‘নায়িকার বিয়ে’ (পপি, হাসান জাহাঙ্গীর)। চ্যানেল আই ঈদের দিন ॥ সকাল ১০-১৫ বাংলা সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। অভিনয়ে শিল্পী সরকার অপু, ইলোরা গরহর, জ্যোতিকা জ্যোতি, আহমেদ রুবেল প্রমুখ। বেলা ২-৩০ টেলিফিল্ম ‘শেষ দেখা’। অভিনয়ে আরফান নিশো, মেহজাবিন প্রমুখ। সন্ধ্যা ৬-২০ ছোটকাকু সিরিজ ‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’। ৭-৪০ নাটক ‘হারাধনের একটি বাগান’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাজনীন চুমকি, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি প্রমুখ। রাত ৯-৩৫ নাটক ‘একজন সুস্থ মানুষের শেষ চিঠি’। অভিনয়ে ইরেশ যাকের, জাকিয়া বারি মম প্রমুখ। ২য় দিন ॥ সকাল ১০-১৫ বাংলা চলচ্চিত্র ‘ন ডরাই’। অভিনয়ে সুনেরাহ বিনতে কামাল, শরিফুল রাজ প্রমুখ। বেলা ২-৩০ টেলিফিল্ম ‘চম্পা হাউজ’। অভিনয়ে আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, মাসুম আজিজ, হাসনাত রিপন প্রমুখ। ৪-৩০ ফার্মাস গেম শো কৃষকের ঈদ আনন্দ। ৩য় দিন ॥ সকাল ১০-১৫ বাংলা সিনেমা ‘গ-ি’। অভিনয়ে সব্যসাচী চক্রবর্তী, সুবর্ণা মোস্তফা, শুভাশীষ ভৌমিক, পায়েল মুখার্জি প্রমুখ। বেলা ২-৩০ টেলিফিল্ম ‘ম্যাটিনি শো’। অভিনয়ে আফরান নিশো, মেহজাবিন চৌধুরী প্রমুখ। সন্ধ্যা ৭-৪০ নাটক ‘বয়স একটি সংখ্যা’। অভিনয়ে সজল, সারওয়াত আজাদ বৃষ্টি, দিলারা জামান প্রমুখ। ৯-৩৫ নাটক ‘এ্যারেঞ্জ ম্যারেজ’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সাফা কবির, সাবেরী আলম প্রমুখ। ৪র্থ দিন ॥ সকাল ১০-১৫ বাংলা সিনেমা ‘ঢাকা ড্রিম’। অভিনয়ে ফজলুর রহমান বাবু, পূর্ণিমা প্রমুখ। বেলা ২-৩০ টেলিফিল্ম ‘ধু¤্রজাল’। অভিনয়ে চিত্রনায়ক ফেরদৌস, আজমেরী হক বাঁধন, শহিদুজ্জামান সেলিম প্রমুখ। বিকেল ৪-৩০ টেলিফিল্ম ‘বিরহী বাবু’। অভিনয়ে জাহিদ হাসান, শবনম ফারিয়া প্রমুখ। রাত ৯-৩৫ নাটক ‘প্রিয় শুভ্রা’। অভিনয়ে তানজিন তিশা, খায়রুল বাশার প্রমুখ। দীপ্ত টিভি ঈদের প্রথম দিন ॥ সকাল ৯-০০ সিনেমা ‘গহীন বালুচর’ (সুবর্ণা মোস্তফা, রাইসুল ইসলাম আসাদ), বেলা ১টা নাটক ‘এক অলৌকিক বিকাল’ (ফেরদৌস হাসান নেভেলি), ২-০০ সিনেমা ‘মিশন এক্সট্রিম’(আরেফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী), রাত ১০-০০ নাটক ‘অবশেষে’ ( তাহসান, বিদ্যা সিনহা মিম), ১১-০০ শর্টফিল্ম ‘ফাউন্টেন পেন’ (আবুল হায়াত)। দ্বিতীয় দিন ॥ সকাল ৯-০০ সিনেমা ‘অবতার’ (মাহিয়া মাহি, জেএইচ রুশো), রাত ৮- ০০ নাটক ‘আড্ডাবাজ’ (মোশারফ করিম, তানহা তাসনিয়া), ১০-০০ নাটক ‘তুমি আমাকে ভাইরাল করে দাও’ (জাহিদ হাসান, নাবিলা ইসলাম), ১১-০০ শর্টফিল্ম ‘বস’(সাবিলা নূর)। তৃতীয় দিন ॥ সকাল ৯-০০ সিনেমা ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’ (শাকিব খান, বুবলি), বেলা ২-০০ সিনেমা ‘বীর’ (শাকিব খান, বুবলি), রাত ১০-০০ নাটক ‘চোখের জলের রং’ (খাইরুল বাশার, সাফা কবির) ১১-০০ শর্টফিল্ম ‘গায়ে হলুদ’ (অর্চিতা স্পর্শিয়া, নিপুন আহমেদ)। চতুর্থ দিন ॥ বেলা ১-০০ একক নাটক ‘সাদা প্রাইভেট’ (জিয়াউল হক পলাশ, তারিক আনাম খান), বেলা ২-০০ সিনেমা ‘ভুবন মাঝি’ (পরমব্রত, অপর্ণা ঘোষ), রাত ৮-০০ নাটক ‘পারিবারিক হাজবেন্ড’ ( নিলয় আলমগীর, সামিয়া খান মাহি), ১০-০০ নাটক ‘পেটুক’ (মোশারফ করিম, কেয়া পায়েল), ১১- ০০ শর্টফিল্ম ‘হাইওয়ে’ (ইমতিয়াজ বর্ষণ, নাফিসা কামাল ঝুমুর)। বাংলাভিশন ঈদের দিন ॥ সকাল ১০-০৫ সিনেমা ‘ঢাকার কিং’ (শাকিব খান, অপু বিশ্বাস), বিকেল ৪-১৫ নাটক ‘ঘর শাশুড়ি’, ৫-৫৫ নাটক ‘প্রিয়জন’ (অপূর্ব, সাবিলা নূর), সন্ধ্যা ৬-৫৫ ধারাবাহিক নাটক ‘যদি থাকে নসিবে’(মোশাররফ করিম, রওনক হাসান, সারিকা সাবরিন), রাত ৭-৪৫ নাটক ‘সাউন্ড ম্যান/ পিনিকম্যান’, ৯-২৫ নাটক ‘না দিলে পাই কই’। ২য় দিন ॥ সকাল ১০-০৫ সিনেমা ‘মাই নেইম ইজ খান’ (শাকিব খান, অপু বিশ্বাস), বেলা ২-১০ টেলিফিল্ম ‘রং ঢং’ (অপূর্ব, কেয়া পায়েল), বিকেল ৪-১৫ নাটক ‘ব্যাট ম্যান’, রাত ৭-৪৫ নাটক ‘ভুল কুড়িয়ে নিলে’, ৯-২৫ নাটক ‘হেল্প মি’, ১০-৪৫ নাটক ‘কমলা রঙের রোদ ২’। ৩য় দিন ॥ সকাল ১০-০৫ সিনেমা ‘রাজা বাবু’ (শাকিব খান, অপু বিশ্বাস, ববি), বিকেল ৫-০০ নাটক ‘লাভ ঠঝ ক্র্যাশ’, সন্ধ্যা ৭-৪৫ নাটক ‘শেষটা আমার ছিল’, রাত ৯:২৫ নাটক ‘ফল ইন লাভ’, ১০-৪৫ ঈদ উপলক্ষে নাটক ‘বস আই হেইট ইউ’। ৪র্থ দিন ॥ সকাল ১০-০৫ সিনেমা ‘লাভ ম্যারেজ’ (শাকিব খান, অপু বিশ^াস), বেলা ২-১০ টেলিফিল্ম ‘এক জনমে ভালোবেসে’ (অপূর্ব, সাবিলা নূর), বিকেল ৫-০০ নাটক ‘ফিমেল’, রাত ৯-২৫ নাটক ‘ঝুকির মধ্যে আছি’, ১১-৩৫ নাটক ‘বিয়ে পাস’। মাছরাঙা টেলিভিশন ঈদের দিন ॥ সকাল ৯-০০ পাপেট শো সিসিমপুর, ৯-৩০ মোটু পাতলু, ১০-০০ রুদ্র, ১০-৩০ চাচা ভাতিজা, ১১-৩০ শিবা, দুপুর ১২-০০ গাট্টু বাট্টু, ১২-৩০ ভির দ্য রোবট বয়, বেলা ২-৩০ সিনেমা ‘স্বপ্নজাল’ (ইয়াশ রোহান, পরীমণি), বিকাল ৫-৫০ নাটক ‘ভালোবাসা প্রমাণিত’ (অপূর্ব, কেয়া পায়েল), সন্ধ্যা ৭-২০ ধারাবাহিক নাটক ‘পাঙ্কু আবুল’, রাত ৮-০০ নাটক ‘মিস্টার প্রিন্স’ (মোশাররফ করিম, মীম চৌধুরী), ৯-১০ ধারাবাহিক নাটক ‘পিকচারম্যান’, ১০-২০ নাটক ‘শেষ বিকেলের বৃষ্টি (জোভান, টয়া), ১১-৩০ টেলিফিল্ম ‘স্বাক্ষর’ (তৌসিফ, কেয়া পায়েল)। দ্বিতীয় দিন ॥ সকাল ৭-০০ : রাঙা সকাল (অতিথি চিত্রনায়িকা রোজিনা), বেলা ২-৩০ সিনেমা ‘দেবী’ (চঞ্চল চৌধুরী, জয়া আহসান), বিকাল ৫-৫০ নাটক ‘ব্যাচেলর বাড়িওয়ালা’ (জাহিদ হাসান, উর্মিলা), রাত ৮-০০ নাটক ‘ঘুণপোকার গল্প’ (ইয়াশ রোহান, নিশাত প্রিয়ম), ১০-২০ নাটক ‘২/২ লাভ’ (আফরান নিশো, মেহজাবিন), ১১-৩০ টেলিফিল্ম ‘কুল পান্ডাস’ (চাষী আলম, সুমন পাটোয়ারি, আনন্দ খালেদ, ফারিয়া শাহরিন)। তৃতীয় দিন ॥ সকাল ৭-০০ : রাঙা সকাল (অতিথি অভিনেত্রী তারানা হালিম), বেলা ২-৩০ সিনেমা ‘ঢাকা এ্যাটাক (আরিফিন শুভ, মাহিয়া মাহি), বিকাল ৫-৫০ নাটক ‘পান সুপারি’ (তাহসান, মেহজাবিন), রাত ৮-০০ নাটক ‘শুধু তুমিময়’ (অপূর্ব, সাবিলা নূর), ১০-২০ নাটক ‘প্রিয় ট্রমা’ (মিশু সাব্বির, তানিয়া বৃষ্টি), ১১-৩০ টেলিফিল্ম ‘নয়নতারার গল্পগাথা’ (খাইরুল বাসার, সাফা কবির)। চতুর্থ দিন ॥ বেলা ২-৩০ সিনেমা ‘মনপুরা’, বিকাল ৫-৫০ নাটক ‘জর্দা জামাল’ (মোশাররফ করিম, নওশীন), রাত ৮-০০ নাটক ‘বেঈমান কলিগ’ (তৌসিফ, কেয়া পায়েল), ১০-২০ নাটক ‘খুনী কে?’ (চঞ্চল চৌধুরী, তানিয়া বৃষ্টি), ১১-৩০ টেলিফিল্ম ‘আনটোল্ড লাভ স্টোরি’ (ইয়াশ রোহান, টয়া)।
×