ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আসলে ফেসবুকের বয়স কত? 

প্রকাশিত: ১৮:৩৩, ২৭ মার্চ ২০২৪

আসলে ফেসবুকের বয়স কত? 

শুরুর দিকে এতটাও জনপ্রিয় না হলেও খুব দ্রুত ভাইরাল সোশ্যাল নেটওয়ার্ক হয়ে ওঠে ফেসবুক। আর এখন সমগ্র বিশ্বের কাছে যেন এক অনিবার্য জায়গা হয়ে গেছে। ফেসবুক,জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক ২০ বছরে পা দিল চলতি (২০২৪) বছর। মার্ক জুকারবার্গ এবং তার তিন বন্ধু মিলে ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারী 'দি ফেসবুক.কম নামে চালু করেন সাইটটি। 

ইনসাইডার ইন্টেলিজেন্স বিশ্লেষক জেসমিন এনবার্গ এএফপিকে বলেছেন, "যেদিন আমি আমার হাই স্কুলের ম্যাক ল্যাবে দৌড়ে গিয়ে ফেসবুকে সাইন আপ করেছিলাম সেই দিনটি আমি কখনই ভুলব না।"

ফেব্রুয়ারী ৪, ২০০৪-এ মার্ক জুকারবার্গ এবং তার তিন বন্ধু মিলে যে ফেসবুক চালু করেছিলেন সাইটটি তখন মূলত হার্ভার্ড কলেজেই সীমাবদ্ধ ছিল। ২০০৬ সালে এসে তা অন্যান্য মার্কিন বিশ্ববিদ্যালয়েও পৌছে যায়। 

অনলাইনে যেকোনো মানুষের সাথে সংযোগ স্থাপন ও যোগাযোগের  জন্য ফেসবুকের বিকল্প নেই। জানা গেছে ২০২৩ সাল নাগাদ প্রতি মাসে ৩ বিলিয়নেরও বেশি মানুষ এই মাধ্যমটি ব্যবহার করছে। 

শিলা

×