
জুম সংস্থা। ছবি: সংগৃহীত
টুইটার, গুগল, মাইক্রোসফটের পর এবার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিলেন জ়ুম সংস্থার সিইও এরিক উয়ান। ১৩০০র বেশি কর্মীকে ছাঁটাই করা হবে। যা মোট কর্মী সংখ্যার ১৫ শতাংশ। তবে ছাঁটাই করার সময় কর্মীদের বিশেষ কিছু সুবিধা দিবে সংস্থা।
এরিক জানিয়েছেন, যাদের ছাঁটাই করা হয়েছে, তাদের ১৬ সপ্তাহের বেতন অগ্রিম হিসাবে দেওয়া হবে। তার সঙ্গে থাকবে স্বাস্থ্যবিমাও। ২০২৩ অর্থবর্ষের ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ বোনাসও দেওয়া হবে।
যে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে, তারা যদি আমেরিকার বাসিন্দা হন তবে তাদের মেইলের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। যে কর্মীরা আমেরিকার বাসিন্দা নন, তাদের দপ্তর থেকে সমস্ত নিয়মাবলি বলে দেওয়া হবে।
২০২০ সালের অক্টোবর মাসের তুলনায় সংস্থার শেয়ারের মূল্য প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে জানান এরিক। প্রচুর কর্মী নিয়োগ করা হয়েছিল। অধিকাংশ কর্মী বাড়ি থেকে কাজ করার সুবিধা পেয়েছিলেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এসআর