ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শিগগিরই মানব মস্তিষ্কে চিপ বসাবে নিউরালিংক

প্রকাশিত: ১৫:১০, ২ ডিসেম্বর ২০২২

শিগগিরই মানব মস্তিষ্কে চিপ বসাবে নিউরালিংক

ইলন মাস্ক

কল্পবিজ্ঞানের সাইবর্গ হয়তো এবার বাস্তব রূপ পেতে যাচ্ছে। ছয় মাসের মধ্যে মানব মস্তিষ্কে চিপ 'ইমপ্ল্যান্ট' করার পরিকল্পনা করছে ইলন মাস্কের কোম্পানি নিউরালিংক।

মানুষের মাথায় একটি কয়েন আকৃতির কম্পিউটিং ডিভাইস বসাবে বলে জানিয়েছে ইলন মাস্কের নিউরালিংক কর্পোরেশন।

বুধবার সন্ধ্যায় কোম্পানিটি তাদের সদর দপ্তরে এক অনুষ্ঠানে ঘোষণা করে, মাত্র ছয় মাসের মধ্যেই চিপ সংস্থাপন বাস্তবায়িত হতে চলেছে।

মানুষের মাথার খুলির একটি অংশ খোদাই করে এ চিপ স্থাপন করা হবে। অনুমোদনের বিষয়ে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আলোচনা চলছে। তার মধ্যেই কোম্পানি জানালো, আগামী ছয় মাসের মধ্যেই তারা প্রথমবার কোনো মানুষের উপর পরীক্ষা চালাতে প্রস্তুত।

তবে শুধু মস্তিষ্কই নয়। নিউরালিংক শরীরের অন্যান্য অংশেও ইমপ্লান্ট করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

ইলন মাস্কের বিশ্বাস, অদূর ভবিষ্যতে এই ডিভাইস একদিন মূলধারার প্রতিবন্ধী সহায়ক হিসাবে ব্যবহৃত হবে। মানুষ এবং মেশিনের মধ্যে তথ্য আদান-প্রদানের ব্যবস্থাই পাল্টে দেবে এই প্রযুক্তি।

নিউরালিংকের প্রস্তাবিত মস্তিষ্ক অস্ত্রোপচারের ধরণ সিঙ্ক্রোন বা অন্যান্য প্রতিযোগীদের তুলনায় অনেকটাই বড়সড়। নিউরালিংকের এই ডিভাইস বসাতে রোগীর মাথার খুলির একটি অংশ অপসারণ করতে হবে। এরপর এই ডিভাইসের তারগুলো মস্তিষ্কের টিস্যুতে সূক্ষ্ণভাবে বসাতে হবে।

এসআর

×