ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

এবারে ইন্টারনেটে দেখা দিতে পারে ‘সাইবার করোনার’ প্রকোপ!

প্রকাশিত: ২৩:৪৩, ১৮ মার্চ ২০২০

এবারে ইন্টারনেটে দেখা দিতে পারে ‘সাইবার করোনার’ প্রকোপ!

অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাস বিশ্ব-মহামারিতে পরিণত হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে ইন্টারনেটভিত্তিক জালিয়াতি বাড়ছে পরিণামে দুনিয়াজুড়ে ‘সাইবার করোনাভাইরাসের’ প্রাদুর্ভাব দেখা দিতে পারে। কম্পিউটার ভাইরাস প্রতিরোধী সফটওয়ার নির্মাতা এবং সাইবারনিরাপত্তা বিষয়ক রাশিয়ার প্রতিষ্ঠান ক্যাস্পারেস্কি ল্যাবসহ কয়েকটি সংস্থা এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইন্টারনেটভিত্তিক দুষ্টচক্র এবং হ্যাকারগোষ্ঠী বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্ককে পুঁজি করে অপ তৎপরতা শুরু করেছে। এ সবের মধ্যে অন্যতম হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’এর নামে ভাইরাসযুক্ত ভুয়া ইমেইল পাঠানো। এই ইমেইলে ক্লিক করলে বা খোলা হলে ব্যবহারকারীর কম্পিউটারে ভাইরাস ঢুকবে। বা কোনও ভুয়া সাইটে নিয়ে যাবে। পরিণামে ব্যবহারকারীর কম্পিউটার থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া হবে। এ ভাবে তথ্য হাতিয়ে নেয়াকে কম্পিউটার অপরাধ জগতে ফিশিং বলা হয়। এ ছাড়া, করোনাভাইরাসে আক্রান্তদের সহায়তা দেয়ার নামেও ভুয়া ইমেইল পাঠানো হতে পারে। এ সব ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে বিশ্বব্যাংক বা আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ ভুয়া পরিচয়। ক্যাস্পারেস্কির ওয়েব সংক্রান্ত বিশ্লেষণ বিভাগের প্রধান কোন্সতানতিন ইগন্যাটিভ বলেন, করোনাভাইরাস নিয়ে ভুয়া বার্তা বা ইমেইল পাঠানোর হার বিশ্বব্যাপী বেড়েছে। প্রতিদিন যে কোনও মুহূর্তে এরকম বার্তা কয়েক হাজার পাঠানো হচ্ছে বলে ধারণা করেন তিনি। জালিয়াতির শিকার না হওয়ার পথ বাতলে দিতে যেয়ে বিশেষজ্ঞদের অনেকেই নিরাপত্তা বিষয়ক প্রোগ্রাম ব্যবহার করা বা অ্যান্টি ভাইরাস চালু রাখার পরামর্শ দিয়েছেন।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!