ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

দাজ্জালের অনুসারি হবে কারা? জানুন হাদিসে কী বলা হয়েছে

প্রকাশিত: ২১:২৮, ২১ জুলাই ২০২৫

দাজ্জালের অনুসারি হবে কারা? জানুন হাদিসে কী বলা হয়েছে

কিয়ামতের আগে মানবজাতির ওপর সবচেয়ে বড় ফিতনা নিয়ে আসবে দাজ্জাল — এমন ভবিষ্যদ্বাণী করেছেন মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। হাদিসের বর্ণনা অনুযায়ী, দাজ্জালের অবস্থান পৃথিবীতে হবে মাত্র ৪০ দিন, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই সে দুনিয়াজুড়ে ভয়াবহ ফিতনা সৃষ্টি করবে।

রাসূল (সা.) প্রায় ১৪০০ বছর আগেই তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছিলেন। এমনকি এক সাহাবী, তামিম আদ্দারী (রাঃ), দাজ্জালের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন বলেও হাদিসে উল্লেখ আছে। তিনি এক ভ্রমণে দিকভ্রান্ত হয়ে এক রহস্যময় দ্বীপে পৌঁছান এবং সেখানেই শিকলে বাঁধা অবস্থায় দাজ্জালকে দেখেন।

হাদিসে উল্লেখ আছে, তামিম আদ্দারী (রাঃ) একজন খ্রিস্টান ছিলেন, যিনি পরে ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ (সা.)-কে দাজ্জালের ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেন। তিনি বলেন, এক মাস সাগরে ভেসে থাকার পর তারা একটি দ্বীপে পৌঁছান। সেখানে একটি পশমে ঢাকা অদ্ভুত প্রাণী দেখা যায়, যার সামনের ও পেছনের অংশ চেনা যাচ্ছিল না। প্রাণীটি নিজেকে 'জাসসাসা' বা সংবাদ সংগ্রাহক পরিচয় দিয়ে তাদের এক গুহায় নিয়ে যায়। গুহার ভিতর তাঁরা দেখতে পান এক বিশাল মানুষকে, যার হাত-পা লোহার শিকলে বাঁধা।

লোকটি তামিম ও তার সঙ্গীদের বিভিন্ন প্রশ্ন করেন— বাইসানের খেজুর বাগান, তাবারিয়া সাগর, জোগার ঝর্ণা এবং হিজরতের পর নবী মুহাম্মদের (সা.) অবস্থা সম্পর্কে। সব উত্তর শুনে সেই ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ করে বলে, "আমি মাসীহ দাজ্জাল। শিগগিরই আমাকে মুক্তি দেওয়া হবে এবং আমি ৪০ দিনে পুরো পৃথিবী ঘুরে বেড়াব। তবে মক্কা ও মদিনায় আমার প্রবেশ নিষিদ্ধ থাকবে।"

এ বিষয়ে রাসূল (সা.) সাহাবিদের বলেন, তামিম আদ্দারীর (রাঃ) বর্ণনা তার নিজের পূর্ববতী বিবরণসমূহের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, মদিনা (তাইবা) ও মক্কায় দাজ্জালের প্রবেশ কখনোই হবে না।

এই সময় সাহাবিরা জিজ্ঞেস করেন, সেই দ্বীপটি কোথায়? রাসূল (সা.) বলেন, "দ্বীপটি সিরিয়া সাগর অথবা ইয়েমেন সাগরের পার্শ্ববর্তী কোনো সাগরের মাঝে অবস্থিত, যা পৃথিবীর পূর্বদিকে।" তিনি এ কথা তিনবার বলেন এবং পূর্ব দিকে ইশারা করেন।

দাজ্জালের ফিতনার সময় তার অনুসারীদের মধ্যে ইহুদি ও মহিলার সংখ্যা বেশি থাকবে বলেও হাদিসে উল্লেখ আছে। ইস্পাহানের ৭০ হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে এবং তারা সবাই সেলাইবিহীন চাদর পরিধান করবে।

Jahan

×