
"নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের জনগণের কাছে ছুটে যেতে হবে" — এমন মন্তব্য করে এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম জানিয়েছেন, এনসিপি জনতার পথকেই বেছে নিয়েছে। ঐতিহাসিক জুলাইয়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ৬৪ জেলায় পদযাত্রায় বের হয়েছেন বলেও জানান তিনি।
মাগুরা থেকে নড়াইলগামী পদযাত্রায় রাস্তার বেহাল অবস্থার কথা উল্লেখ করে সারজিস আলম বলেন, “মাগুরা থেকে নড়াইল আসার যে রাস্তা, তার এমন বিধ্বস্ত অবস্থা যেটা কোনোভাবেই যাতায়াতের উপযোগী নয়। যদি এটিই হয় বিগত ১৬ বছরের উন্নয়নচিত্র, তবে সেটি নিঃসন্দেহে দুঃখজনক।”
তিনি আরও বলেন, “জনগণের সঙ্গে মিশে, তাদের জীবনের বাস্তবতা কাছ থেকে দেখেই আমরা ২০২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও ইশতেহার তৈরি করছি। প্রকৃত বাংলাদেশ কেমন, তা বোঝার জন্য আমাদের মাটির কাছেই থাকতে হবে।”
দুর্নীতি ও স্বার্থান্বেষী গোষ্ঠীর মুখোশ উন্মোচনের ঘোষণাও দেন তিনি। সারজিস আলম বলেন, “আমরা সাদাকে সাদা, কালোকে কালো, আর চাঁদাবাজকে চাঁদাবাজ বলার সাহস রাখি। সব মুখোশধারীর মুখোশ আমরা খুলে ফেলব।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের উন্নয়ন-আকাঙ্ক্ষা ও সমস্যা সমাধানে এনসিপি ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
Jahan