ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

মাদারীপুরে ছাত্র আন্দোলনের নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ২২:২০, ৫ জুলাই ২০২৫; আপডেট: ২২:২১, ৫ জুলাই ২০২৫

মাদারীপুরে ছাত্র আন্দোলনের নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি: সংগৃহীত

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ মাসুম বিল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেলে পৌর শহরের শুকনি লেকের শহীদ কানন চত্বরে এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় ছাত্র সমাজ ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক প্ল্যাটফর্ম। এর নেতৃত্বে থাকা একজন ছাত্রনেতার ওপর এমন কাপুরুষোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং সতর্ক করে বলেন, “যদি অপরাধীরা শাস্তি না পায়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব।”

বক্তারা আরও বলেন, “ছাত্রনেতা মাসুমের রক্ত শুধু তার একার নয়, তা আমাদের সকল ছাত্র সমাজের রক্ত। এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।” পাশাপাশি, আহত ছাত্রনেতার সুচিকিৎসার ব্যবস্থা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সামাজিক সংগঠন মাতৃভূমির চেতনার সভাপতি ও মাদারীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মনজুর হোসেন, আন্দোলনের যুগ্ম সদস্য সচিব অনিক, মুখপাত্র তুষার, ছাত্রশিবির প্রতিনিধি মুশফিক হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকাশ মাতব্বর, ছাত্রশিবির নেতা সাব্বির মাহমুদ, কলেজ ছাত্রদল নেতা মুনতাসির মির্ধা, ছাত্র প্রতিনিধি সায়িমসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা কিশোর গ্যাং ও সন্ত্রাসী চক্র নির্মূলে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ ও টেকসই প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।

আসিফ

×