ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ এনসিপি ও বিএনপির

প্রকাশিত: ০৮:৪৪, ২১ এপ্রিল ২০২৫

প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ এনসিপি ও বিএনপির

ছবি: সংগৃহীত

প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে। তার ভাষায়, ‘এ ধরনের পক্ষপাতদুষ্ট প্রশাসনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।’

সম্প্রতি ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দুজন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপির সঙ্গে এনসিপির সংস্কার ও নির্বাচন প্রশ্নে বিপরীত অবস্থানের বিষয়টি বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে দল দুটির নেতাদের বক্তব্যে। এনসিপি নেতা নাহিদ ইসলামের  অভিযোগ সামাজিক মাধ্যমে যেমন আলোচনার সৃষ্টি করেছে, প্রতিক্রিয়া হয়েছে রাজনৈতিক অঙ্গনেও।

নাহিদের এমন বক্তব্যে বিএনপি পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বক্তব্য দেওয়া হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রশাসনের সাথে বৈষম্যবিরোধীদের সখ্যতা সবচেয়ে বেশি।’

নির্বাচন ও সংস্কার নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে আগে থেকেই মতপার্থক্য রয়েছে। যেখানে বিএনপি দ্রুত নির্বাচন চায়, এনসিপি সেখানে আগে মৌলিক সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে।

নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, ‘পরিবর্তন ও সংস্কার ছাড়া হলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং এনসিপি তাতে অংশ নাও নিতে পারে।’

তবে প্রশাসন বিএনপিকে বিশেষ সুবিধা দিচ্ছে—নাহিদ ইসলামের এমন অভিযোগ সরাসরি অস্বীকার করে বিএনপি বলছে, এই বক্তব্যগুলো নির্বাচনপূর্ব রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করতে দেওয়া হচ্ছে।

রাকিব

×