ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

গণতন্ত্র নিয়ে এত বিচলিত, তারা কেন দলের গণতন্ত্র চায় না: সারোয়ার তুষার

প্রকাশিত: ১৬:৪৪, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:৫৩, ১৮ এপ্রিল ২০২৫

গণতন্ত্র নিয়ে এত বিচলিত, তারা কেন দলের গণতন্ত্র চায় না: সারোয়ার তুষার

সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, যারা দেশের গণতন্ত্র নিয়ে এতো বিচলিত, তারা কেন নিজের দলের গণতন্ত্র চায় না সেটাই আমার বিষ্ময়কর লাগে। গণতন্ত্র মানে তারা বুঝায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা। এখন বাংলাদেশে কিভাবে নির্বাচন হয় সেটা সবাই জানে।

সম্প্রতি দলীয় এক বৈঠকে দেয়া বক্তব্যে সারোয়ার তুষার বলেন, “আওয়ামী লীগ এর আর বাংলাদেশে কোন ভবিষ্যত নাই। নিজেদের কোন গণতন্ত্রের ঠিক নাই। একটা কোন কমিটি দেশে কাউন্সিলের মাধ্যমে হয় না। কিন্ত তারা আবার দেশে গণতন্ত্র চায়। গণতন্ত্র বলতে তারা বুঝায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা। 

তুষার বলেন, রাজধানী ঢাকার দেয়ালগুলোতে তরুণ প্রজন্ম তাদের আকাঙ্ক্ষার কথা লিখেছে। “তারা দুর্নীতি চায় না, একনায়কতন্ত্র চায় না, বরং জবাবদিহি চায়। এই নতুন প্রজন্ম আর আগের মতো রাজনীতি মানে ক্ষমতা নয়। তারা পরিবর্তন চায়।”

আশিক

×