ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

রাজনীতির মাঠে সাকিবের প্রতিদ্বন্দ্বী যারা

প্রকাশিত: ১২:২৭, ৫ ডিসেম্বর ২০২৩

রাজনীতির মাঠে সাকিবের প্রতিদ্বন্দ্বী যারা

সাকিব আল হাসান 

খেলার মাঠে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যিনি নিজের বল-ব্যাটের জাদুতে এতোদিন ধরে পরাস্ত করে আসছেন বিশ্বের বাঘা বাঘা সব বোলার-ব্যাটারদের। সেই সাকিব এবার নেমেছেন রাজনীতির মাঠে। জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসানসহ ছয়জনের প্রার্থিতা বৈধতা পেয়েছে।

সোমবার  ( ৪ ডিসেম্বর) বিকেলে মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগ এ তথ্য নিশ্চিত করেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসানের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাগুরা-১ আসনে ভোটযুদ্ধে লড়বেন পাঁচ জন। তারা হচ্ছেন-জাতীয় পার্টির প্রার্থী মো. সিরাজুস সায়েফিন সাঈফ, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজি রেজাউল ইসলাম, জাকের পার্টির প্রার্থী মো. মাসুদ পারভেজ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী কে. এম মোতাসিম বিল্লা ও তৃণমূল বিএনপির প্রার্থী সনজয় কুমার রায় (রনি)।

সাকিব যেমন এবারই প্রথম আওয়ামী লীগের প্রার্থী হয়ে মাগুরা-১ আসনে নৌকার মাঝি হয়েছেন তেমনই জাতীয় পার্টি, কংগ্রেস, জাকের পার্টি ও তৃণমূল বিএনপির প্রার্থীরাও নতুন মুখ হিসেবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এজন্য আগামীর ভোটযুদ্ধ সকলের জন্যই এক নতুন পরীক্ষা।

তবে সাকিব আল হাসান যেহেতু বিশ্ব সেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সেহেতু তার পরিচিতি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে। এজন্য ক্রিকেট মাঠের মতো ভোটের মাঠেও সাকিব পরিচিত মুখ হওয়ায় বাড়তি সুবিধা পাবেন। কারণ প্রতিদ্বন্দ্বী বাকি প্রার্থীরা সাকিবের তুলনায় একদমই নতুন মুখ।

এবি 

×