ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নতুন মাঝির সন্ধানে ভোলা-৩ আসনে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা

প্রকাশিত: ১৯:৫৩, ২৩ সেপ্টেম্বর ২০২৩

নতুন মাঝির সন্ধানে ভোলা-৩ আসনে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা

ভোটারদের মন জয় করতে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগের সম্ভব্য প্রার্থীরা। 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বইছে আগাম নির্বাচনী হাওয়া। পাড়া-মহল্লাতে তৈরি হয়েছে জাতীয় নির্বাচনী আমেজ। ভোটারদের মন জয় করতে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগের সম্ভব্য প্রার্থীরা। 

আগামী নির্বাচনে ভোলা-৩ আসনটি ধরে রাখতে আওয়ামী লীগ বদ্ধপরিকর হলেও বিএনপির সম্ভব্য প্রার্থীরা তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। এদিকে সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে ভোটারদের দ্বারস্থ হচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। 

তৃণমূল আওয়ামী লীগ নেতা-কর্মীরা মনে করছেন, ভোলা-৩ আসনে আওয়ামী লীগের নতুন প্রার্থীর প্রয়োজন। এমন প্রার্থী হতে হবে, যিনি দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করবেন। এ যাবৎকালে আওয়ামী লীগের পক্ষ থেকে করা ৬ জরিপেই ভোলার এই আসনটিতে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, সফল শিল্পোদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের নাম আছে এগিয়ে। 

এদিকে ইঞ্জিনিয়ার আবু নোমানের সমর্থনে লালমোহন ও তজুমদ্দিনে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল-স্লোগানে প্রতিদিনই মুখরিত হচ্ছে রাজপথ। ইঞ্জিনিয়ার আবু নোমানের ভোলা-৩ আসনে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে গ্রহণযোগ্যতা ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

 

এস

×