ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে’

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৭:২৭, ২৩ সেপ্টেম্বর ২০২৩

‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে’

শেখ হেলাল উদ্দীন এমপি। 

বিএনপি-জামায়াতসহ দেশ-বিদেশীদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ হেলাল উদ্দীন এমপি। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) বাগেরহাট ও চিতলমারীতে আওয়ামী লীগ ও তার সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা কলেন।

শেখ হেলাল উদ্দীন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বে মর্যাদার আসন অলংকৃত করছে, তখন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই আমাদের সবাই মিলে তাদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে শেখ হাসিনার নেতৃত্বে অবশ্যই নৌকার নিরঙ্কুশ বিজয় হবে। কেননা আওয়ামী লীগ আমলে অভূতপূর্ব উন্নয়ন, অগ্রগতি আর শান্তির সুফল মানুষ পাচ্ছেন। আর বিএনপি-জামায়াত আমলের জঙ্গীবাদ, সন্ত্রাস, দুর্নীতি আর দু:শাসনের কথা মানুষ ভোলেনি। তবে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আর ঘাপটি মেরে থাকা সুবিধাবাদীদের সম্পর্কে সজাগ থাকতে হবে।’

উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুল হোসেন খানের সভাপতিত্বে সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়ের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন, শেখ হেলাল উদ্দীনের সহধর্মীনি রুপা চৌধুরী, জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাড. ফরিদ উদ্দীন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ভূঁইয়া হেমায়েত উদ্দীন, চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, অ্যাড. মিলান ব্যানার্জি, আলহাজ্ব নিজাম উদ্দীন, শেখ কেরামত আলী, শামীম আনোয়ার বাবু, অবনী মোহন বসু, নজরুল ইসলাম, এসএম মাহাতাবুজ্জামান, রিজিয়া পারভীন, অ্যাড. সীতা রানী দেবনাথ, হেলেনা পারভীন, লুনা সিদ্দিকী, তানিয়া খাতুন, রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি, রবীন হিরাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। 

তিনি চিতলমারী স্মার্ট কর্ণার  উদ্ধোন ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবীল থেকে ৩৫ জন অসচ্ছল পরিবারের মাঝে চিকিৎসা সহাতার  চেক বিতরণ করেন তিনি।
 

 

এম হাসান

×