ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ কোনো দিন নির্বাচন নিয়ে তামাশা করে নাই 

প্রকাশিত: ১২:১৬, ২৭ জুন ২০২৩

আওয়ামী লীগ কোনো দিন নির্বাচন নিয়ে তামাশা করে নাই 

আইনমন্ত্রী আনিসুল হক।

আওয়ামী লীগ কোনো দিন নির্বাচন নিয়ে তামাশা করে নাই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।  

মঙ্গলবার (২৭ জুন) সকালে আখাউড়া ও কসবা উপজেলা দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন তিনি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নির্বাচন নিয়ে অতীতে বিএনপি ও তাদের হোতারা তামাশা করেছে। আওয়ামীলীগ কোনো দিন নির্বাচন নিয়ে তামাশা করে নাই এবং ভবিষ্যতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সঠিকভাবে করে দিবে।

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভ্যাস হচ্ছে উদ্ভট উদ্ভট কথা বলা। আর নির্বাচন নিয়ে বিএনপি এবং বিএনপির যারা হোতা তারাই তামাশা করছেন অতিতে।

এমএম

×