ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাকের পার্টি চেয়ারম্যানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ

প্রকাশিত: ২২:১৬, ১ জুন ২০২৩

জাকের পার্টি চেয়ারম্যানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ

পথ সভায় জাকের পার্টির  মহাসচিব শামীম হায়দার।

জাকের পার্টির  মহাসচিব শামীম হায়দার বলেছেন, জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সলের নেতৃত্বে শান্তিকামী মানুষ জেগে উঠেছে, ঐক্যবদ্ধ হচ্ছে। যারা শান্তি চায়, যারা কল্যাণ চায় তাদেরকে নিয়ে জাকের পার্টি চেয়ারম্যানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (১ মে) বিকালে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাকের পার্টির  মেয়র প্রার্থী  মিজানুর রহমান বাচ্চুর সমর্থনে মিছিল মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তাৎক্ষণিক  পথ সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

জাকের পার্টির মহাসচিব বলেন, গোলাপ ফুল ভালোবাসার প্রতীক, গোলাপ ফুল ঐক্যের প্রতীক। সকল প্রতিবন্ধকতা হাসিমুখে জয় করে সাধারণ মানুষের ভরসার জায়গাকে আরও সুসংহত করবে জাকের পার্টি।

যোগ্য এবং সৎ প্রার্থী হিসেবে মিজানুর রহমান বাচ্চুর প্রতি বরিশালের নাগরিকগন পূর্ণ সমর্থন জানাবে এ আশাবাদ ব্যক্ত করে শামীম হায়দার আরও বলেন, আমরা আশা করি  মানুষ সচেতন হবেন, নতুন এবং গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে অভিজ্ঞ এবং সৎ   জনপ্রিয় মিজানুর রহমান  বাচ্চুকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন।

পথসভায় জাকের পার্টির মেয়র প্রার্থী মিজানুর রহমান বাচ্চু নগরবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, জাকের পার্টি গোলাপের ভালোবাসা দিয়েই বরিশালের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করবে। আমরা শান্তি ও অগ্রগতি চাই। তাই গোলাপ ফুলে ভোট দেয়ার অর্থই হবে পরিবর্তন ও নতুনের পথে হাটা।

এর আগে দুপুরে নগরীর হোটেল নাসিফের কনফারেন্স রুমে  জাকের পার্টির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী সভায়   প্রধান অতিথির বক্তব্যে  মহাসচিব  শামীম হায়দার বলেন, জাকের পার্টির ৩৪ বছরের ইতিহাস সংগ্রাম দিয়ে লেখা।  এই অগ্রযাত্রা সবে শুরু। অচিরেই জাকের পার্টি সারা বাংলাদেশকে নেতৃত্ব দিবে। সাধারণ মানুষের ভরসার প্রতীক জাকের পার্টি জনগনের কল্যাণে সদা জাগ্রত আছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে।

বরিশাল মহানগর  জাকের পার্টি   আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন জাকের পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ খান যুবরাজ, ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, জাকের পার্টি ভক্ত ফ্রন্টের   সাধারণ সম্পাদক বিপ্লব বনিক, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক  নজরুল ইসলাম, মৎসজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক  মোর্শেদ হাসান জামাল, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।

এমএম

×