ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সংসদ বিলুপ্ত করে ক্ষমতা হস্তান্তর করুন: ফখরুল

প্রকাশিত: ২১:৪৮, ৮ মার্চ ২০২৩

সংসদ বিলুপ্ত করে ক্ষমতা হস্তান্তর করুন: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় আছে আমাদের ১০ দফা মেনে নিন। পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না।  

বুধবার (৮ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতে পালিয়েছেনতো। কেউ পাকিস্তানে, কেউ হিন্দুস্তানে। পালাননি? এখনও সময় আছে সংসদে বিল নিয়ে আসুন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করুন।

মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে কোনো বিকল্প নাই। এদের ধাক্কা মারতে হবে। আসুন সবাই ঐক্যবদ্ধ হই। এই সরকারের একটাই উদ্দেশ্য ও লক্ষ্য, বিএনপিকে ধ্বংস করে দেওয়া। এটা আরও আগেই শুরু হয়েছে।  

তিনি বলেন, আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছে। বিএনপি দাবি মেনে নিয়েছিল। পরপর চারটি নির্বাচন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে। ১৯৭৫ সালে একদলীয় শাসন বাকশাল করেছিল, একটি পত্রিকা রেখে সব বন্ধ  করে দিয়েছিল। আজকে আবার পঞ্চদশ সংশোধনী এনেছে। এর মাধ্যমে আজীবন ক্ষমতায় থাকতে চায়।

এমএইচ

×