ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টার্গেট করে ফোনে আড়িপাতা সংবিধানের লঙ্ঘন

প্রকাশিত: ২১:৩৩, ৮ ফেব্রুয়ারি ২০২৩

টার্গেট করে ফোনে আড়িপাতা সংবিধানের লঙ্ঘন

জিএম কাদের। ফাইল ছবি।

বিশেষ ব্যক্তিদের টার্গেট করে তাদের ফোনে আড়িপাতা অনৈতিক-বেআইনি ও সংবিধানের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

জিএম কাদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ব্যতিরেকে বিশেষ ব্যক্তিদের টার্গেট করে তাদের ফোনে আড়িপাতা অনৈতিক ও বেআইনি। এটি সংবিধানের লঙ্ঘন।

তিনি বলেন, শুনতে পাচ্ছি, দেশে ব্যাপকভাবে গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার হচ্ছে। সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনীতিবিদ ও আইনজীবীর ফোনে আড়িপাতা হচ্ছে।

এছাড়া জাপা চেয়ারম্যান বলেন, সড়ক দুর্ঘটনা রোধে অনেক প্রকল্প হচ্ছে, ব্যয় হচ্ছে। অথচ, প্রকল্প শেষই হচ্ছে না। অন্যদিকে সড়কে যানজট, দুর্ঘটনা ও মৃত্যু বাড়ছে।

জিএম কাদের বলেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের পর একটি আইন করা হয়। এরপর ওই সময়ে দুর্ঘটনা কিছুটা কমেছিল। কিন্তু পরবর্তীকালে আইনটি বাস্তবায়ন না হওয়ায় আবার আগের মতো দুর্ঘটনা বাড়ছে।
 

 

এমএম

×