
আরিফ প্রিয়াঙ্কার
আসছে ঈদে দুই গান নিয়ে দর্শক-শ্রোতাদের সঙ্গে থাকছেন কণ্ঠশিল্পী তারান্নুম এরইমধ্যে মুক্তি পেয়েছে তার ‘মায়াবিনী পাখি’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও। এতে তার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন স্বচ্ছ সাব্বির। ফোক রোমান্টিক ধাঁচের গানটির কথা লিখেছেন আহমদ ফারুক এবং সুর করেছেন আকরাম খান। গানটির সঙ্গীত করেছেন রিয়েল আশিক। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মডেল হয়েছেন রাইসা রিয়া ও সাজিদ হাসান। খুব শীঘ্রই মুক্তি পাবে ‘জানুক দুনিয়া’ শিরোনামে গানটির মিউজিক ভিডিও। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রতীক হাসান। এই গানটির কথা লিখেছেন মামুন আফনান রুমি এবং সুর, সঙ্গীতে কাউসার খান। এক ঝাঁক নাচের শিল্পী নিয়ে গানচিত্র নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ আর অভিনয় করেছেন প্রবাসী মডেল সালমান আরিফ এবং সঙ্গে আছেন মাহতাবীন মম।
আরিফ প্রিয়াঙ্কার ‘ভেলকিবাজি’
সজীব ও তানজিলা দুজন দুজনকে ভালবাসে। কিন্তু তাদের বাবা-মায়ের কারণে দুজনেই অন্য দুজনকে বিয়ে করতে বাধ্য হয়। কিন্তু বিয়ে শেষে বাসর ঘরে দেখা মিলল বর সাজে সজীবকে এবং কনের সাজে তানজিলাকে। এমনই এক গল্পে নির্মিত হলো নাটক ‘ভেলকিবাজি’। মিডিয়া ক্রিয়েশন প্রযোজিত ও নীহাজ খানের রচনা ও পরিচালনায় এবারই প্রথম নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেন আরিফ হাসান ও প্রিয়াঙ্কা জামান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন; কাজী উজ্জ্বল, এবিএম সোহেল, ইমরান আজান, লিজা খানম, শেখ স্বপ্না, তানজিদা তারিন, নুরুল ইসলাম রানা, মিজান, সেতু, ফারুক রাজসহ আরও অনেকেই। আসছে ঈদে একটি বেসরকারী টিভিতে দেখা যাবে মজাদার এই নাটকটি।
লগ্নার ‘জল’
ঈদ উপলক্ষে কণ্ঠশিল্পী লগ্নার প্রকাশ পাচ্ছে ‘জল’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। দর্শকের মনে দাগ কাটবে বলেও জানান। এটির কথা ও সুর করেছেন তাপস চৌধুরী। সঙ্গীত আয়োজন করেছেন এমএইচ রাহেল। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইকবাল হোসাইন। এটি প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। ছোটবেলা থেকে বাবা রাফেউল ইসলাম এবং আনোয়ারা খাতুনের ইচ্ছাতে শ্রী স্বপন কুমার সাহার কাছে ৪ বছর বয়সে গান শিখতে শুরু করেন এ গায়িকা। তারপর দীর্ঘদিন তার চাচা রাশেদুল ইসলামের কাছ থেকেও তালিম নেন। এরপর জামালপুর শিল্পকলা একাডেমি ও লোকজ থেকে শিখেছেন বলে জানান। সলো ক্যারিয়ারের আগে সরল ব্যান্ডের ভোকাল ছিলেন তিনি।