ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কবিতা ॥ তুমি এসেছিলে বলে

রফিকুর রশীদ

প্রকাশিত: ২২:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০২২

কবিতা ॥  তুমি এসেছিলে বলে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তুমি আমাদের দুঃখজয়ী বোন
জন্মের দিনে কী বলে তোমায় জানাব সম্ভাষণ!
তুমি এসেছিলে মুজিবের ঘরে
আলো করে সারা বাড়ি
তারপর আরও ভাইবোন এসে
বাড়িয়ে তুলেছে সারি
সকলেরই তুমি প্রিয় বড়বোন,
বন্ধু সবারই বটে,
মা-বাবারও তুমি প্রিয় সন্তান
প্রীতি-প্রেমে-সঙ্কটে।
কে জানে তোমার জন্মের ক্ষণে
কী ছিল ভাগ্যলেখা-
আজীবন তুমি শুধে যাবে ঋণ
সাথীহীন একা একা!

একা? না না, একা আমি বলব না
দেশজোড়া কত ভাইবোন আছে
হয়তো যাবে না গোনা।
সকলেরই প্রিয় নেত্রী এবং
সকলেরই প্রিয় বোন
তোমার নামেই এ দেশে ঘটেছে
নব নব জাগরণ।
নতুন চেতনা, নব উন্মেষ-
পুনরায় তুমি গড়বে এ দেশ
তুমিই বুঝেছ একাত্তরের যুদ্ধ আদৌ
এখনো হয়নি শেষ।
দেশের মানুষ পায়নি মুক্তি,
যেমন চেয়েছে তারা
দিন বদলের ডাক শুনে তাই
সবাই দিয়েছে সাড়া।
এটাই তোমার নতুন যুদ্ধ
নবজন্মও বটে
এমনি করেই বারবার দেখি
নতুন জন্ম ঘটে।

জন্মের দিন সাধারণ ভাবে
একটি মাত্র হয়
তোমার ক্ষেত্রে সেটাই কিন্তু
শেষ কথা মোটে নয়।
কর্মের মাঝে তোমার নতুন
জন্মের পরিচয়
বাঙালির কাছে সেটুকুই যেন
অমলিন হয়ে রয়।
তাহলেই রবে ইতিহাস জুড়ে
তোমার স্মৃতির রেশ
দেশের মানুষ তোমাকে জানায়
শুভেচ্ছা অশেষ।

×