
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী বিমান দুর্ঘটনার পর থেকে দেশজুড়ে যে শোক ও উত্তেজনার আবহ তৈরি হয়েছে, তা এখন জাতীয় মানসিক ট্রমায় রূপ নিয়েছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি। গতকালের মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে দলটি বলেছে, সরকার দায়িত্বশীল এবং মানবিক আচরণ করতে ব্যর্থ হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগ
দলটি অভিযোগ করে বলেছে, এইচএসসি পরীক্ষার স্থগিতাদেশ বিষয়ে শিক্ষা উপদেষ্টা রাত ৩টার দিকে সিদ্ধান্ত জানান, যা শিক্ষার্থীদের মধ্যে গভীর অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করে। এমন পরিস্থিতিতে সরকারের উপদেষ্টাদের মধ্যে কোনো সমন্বয় ছিল না। তারা আরও বলেন, জাতীয় সংকটময় মুহূর্তে এমন সিদ্ধান্ত নিতে রাত পর্যন্ত সময়ক্ষেপণ করা সরকারের দায়িত্বজ্ঞানহীনতার প্রমাণ।
ছয় দফা দাবিতে সংহতি
মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি বলেছে, দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং সরকারকে দ্রুততম সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়ন করতে হবে। তারা অভিযোগ তোলে যে, কিছু উপদেষ্টা বিশেষ করে শিক্ষা উপদেষ্টা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন এবং দেরিতে সিদ্ধান্ত নিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন।
গুজব ও লাশ গুমের প্রচারণা নিয়ে উদ্বেগ
দলটি দাবি করে, দুর্ঘটনার পর থেকে “লাশ গুম” সংক্রান্ত বিভ্রান্তিকর প্রচারণা ছড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে সরকারকে দ্রুত এবং সঠিক তথ্য প্রকাশ করতে হবে বিমান দুর্ঘটনার সময় কতজন শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ উপস্থিত ছিলেন, কতজন নিহত ও আহত হয়েছেন এসব তথ্য নিয়মিতভাবে জানানো প্রয়োজন। যেন কোনো গুজব বা বিভ্রান্তি ছড়াতে না পারে।
আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ড. তাসলিম বলেন, আহতদের দ্রুত চিকিৎসা এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে জরুরি পদক্ষেপ প্রয়োজন। তারা বলেন, আহত শিক্ষার্থীদের অনেকেই শিশু, যাদের এই ট্রমা সারা জীবনের জন্য থেকে যাবে। এজন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মেডিকেল টিম গঠন এবং স্বাস্থ্যসেবা প্রক্রিয়াকে আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্ত করার আহ্বান জানানো হয়।
নিরপেক্ষ তদন্ত ও অংশগ্রহণমূলক কমিটির দাবি
দলটি একটি স্বাধীন, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে। যেখানে সরকারি প্রতিনিধি ছাড়াও স্কুল কর্তৃপক্ষ, বাহিরের বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পক্ষের সদস্যদের অন্তর্ভুক্ত করতে হবে। তারা বলেন, পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল তাই কোনো রাজনৈতিক মন্তব্য না করে নিরপেক্ষ তদন্ত শেষে রিপোর্টের ভিত্তিতেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে হবে।
সচিবালয় ঘটনায় উদ্বেগ ও অভিযুক্ত সংগঠন নিয়ে প্রশ্ন
সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পেজ থেকে মিথ্যা প্রচার চালানো হচ্ছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে। সরকার যদি শুরু থেকেই দায়িত্বশীল আচরণ করত, তাহলে সচিবালয়ের এমন বিশৃঙ্খলা ঘটত না বলেও মন্তব্য করেন তারা।
শিক্ষা সচিব প্রত্যাহার, প্রশাসনিক সংস্কারের দাবি
দলটি মনে করে, সদ্য প্রত্যাহারকৃত শিক্ষা সচিব সিদ্দিকী জুবায়েরের এই ব্যর্থতা কোনো একক ঘটনায় সীমাবদ্ধ নয়। আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়ন্ত্রণে ব্যর্থতা প্রমাণিত হয়েছিল। তারা বলেন, এরকম আমলারা সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছেন এবং জনগণের ন্যায্য দাবিগুলোর বাস্তবায়নে বাধা সৃষ্টি করছেন। প্রশাসন, পুলিশ ও রাষ্ট্র কাঠামোতে দ্রুত সংস্কার প্রয়োজন এই দাবিতে জাতীয় নাগরিক পার্টি তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
পদযাত্রা স্থগিত, শোক ও ঐক্যের আহ্বান
উদ্ভূত পরিস্থিতি ও জাতীয় শোকের প্রতি সম্মান জানিয়ে তাদের পূর্বঘোষিত পদযাত্রা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছে দলটি। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়। তারা সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে আহ্বান জানায়, যেন ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানো হয় এবং কেউ এই পরিস্থিতিকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা তুলতে না পারে।
তথ্য প্রচারে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্ব
সাংবাদিকদের উদ্দেশে দলটি অনুরোধ জানায়, তারা যেন বিভ্রান্তিমূলক তথ্য নয়, সঠিক ও যাচাই করা তথ্য প্রচারে সহায়তা করেন। জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং জাতীয় এই ট্রমা কাটিয়ে উঠতে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন।
জাতীয় নাগরিক পার্টি মনে করে, দেশের বর্তমান জরুরি পরিস্থিতিতে সরকারকে আরও দায়িত্বশীল, মানবিক এবং স্বচ্ছ হতে হবে। জনগণের আস্থা রক্ষায় চাই সঠিক তথ্য, দ্রুত পদক্ষেপ, এবং সকল পক্ষকে অন্তর্ভুক্ত করে গঠিত একটি নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়া। জনগণ ও শিক্ষার্থীদের প্রতি তারা শান্ত থাকার এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Jahan