ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

“ভাই আছি না, ভাই থাকতে তোর কিছু হয় ক?”

প্রকাশিত: ১০:৫৯, ২২ জুলাই ২০২৫; আপডেট: ১১:১৪, ২২ জুলাই ২০২৫

“ভাই আছি না, ভাই থাকতে তোর কিছু হয় ক?”

ছ‌বি: সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে সোমবার (২১ জুলাই) দুপুরে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে হাজারো মানুষ ঘটনাস্থলে ছুটে যান। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

বিধ্বস্ত হওয়া ভবনের আশপাশে অবস্থান করছিলেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। অনেকেই দুর্ঘটনার পর ভবনের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকেরা। সন্তানদের নিরাপদে দেখতে গিয়ে অনেকেই অশ্রুসিক্ত হন।

এক ভাই তার ছোট বোনকে নিরাপদে পেয়ে আবেগে কেঁদে ফেলেন। ভাইয়ের কণ্ঠে ভেসে আসে ভালবাসা ও দুশ্চিন্তার মিশ্র স্বর— "ভাই আছি না, ভাই থাকতে তোর কিছু হয় ক?"—এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ভিডিওটি দেখে আবেগ ধরে রাখতে পারেননি নেটিজেনরাও।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও অন্যান্য জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

ভিডিও দেখুন: https://www.facebook.com/share/v/1E4uYW7P6G/

এম.কে.

আরো পড়ুন  

×