
ছবি: জনকণ্ঠ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে আগেও কাজ করেছে, সামনে কাজ করবে।
সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স ট্রেসি এন জ্যাকবসনের সাক্ষাৎ শেষে এ কথা বলেন ডা. তাহের।
ঘণ্টাখানেক আলোচনায় সংস্কার, আগামী নির্বাচন, নারীর ক্ষমতায়ন, আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কথা বলেন।
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন চায় জামায়াত। চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছে দলটি।
বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে আমদানির ক্ষেত্রে আরোপিত অতিরিক্ত ট্যারিফ কমানোর জন্য অনুরোধ করেছেন জামায়াতের আমির।
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের বিষয়ে ডা. তাহের বলেন, বিষয়টি পর্যবেক্ষণ করছে জামায়াত। এই প্রক্রিয়া যদি বাংলাদেশের স্বার্থবিরোধী হয় তাহলে এর বিরোধিতা করবে জামায়াত।
মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত সাক্ষাতে অন্যান্যের মধ্যে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আবির