ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কায় সতর্কতাজারী

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২০:৪৩, ১০ জুলাই ২০২৫; আপডেট: ২০:৪৬, ১০ জুলাই ২০২৫

বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কায় সতর্কতাজারী

তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। নদীর পানি বিপৎসীমার সতর্কসীমায় পৌছে যাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া সহ তার আশেপাশে কমলা সংকেত জারী করা হয়েছে। বৃহস্পতিবার(১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পুর্বাভাস সর্তকীকরন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী  সরদার উদয় রায়হান।
তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিন্মাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
পূর্বাভাস আরও বলা হয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। তবে নদীসমূহ বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২ দিন উক্ত নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ১ দিন পর্যন্ত পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। এ ছাড়া ব্রক্ষ্মপুত্র ও যমুনা নদীর পানি সমতলে বৃদ্ধি পেতে পারে। এদিকে তিস্তার পানি বৃদ্ধিতে তিস্তা ব্যারাজের  ৪৪টি স্লুইচ গেট খুলে রাখা হয়েছে। বড় ধরনের ঢল এলে এই ৪৪ স্লুইচগেট দিয়ে মিনিটে ৪ লাখ কিউসেক পানি অপসারিত হতে পারে বলে সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করেন।
এদিকে নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পুর্বাভাস সর্তকীকরন কেন্দ্রের গেজরিডার নুরুল ইসলাম জানান, তিস্তা নদীর পানি বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টায় বিপৎসীমার (৫২.১৫) দশমিক ৩০ সেন্টিমিটার (৫১.৮৫) নিচ দিয়ে সতর্কসীমা দিয়ে প্রবাহিত হওয়ায় নিয়ম অনুযায়ী কমলা সংকেত জারী করা হয়েছে। তবে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারনে সন্ধ্যা ৭টায় আরও ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার দশমিক ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিনি বলে উজানে বৃস্টিপাতের কারনে পাহাড়ীঢলে তিস্তা নদীর পানি ভারতের দো-মহনী পয়েন্টে বৃহস্পতিবার বেলা তিনটায়  বিপৎসীমার (৮৫.৯৫) ২০ সেন্টিমিটার নিচে ছিল। যা দুইদেশের তথ্য আদান প্রদানের ওয়্যারলেন্সের মাধ্যমে আমাদের অবগত করা হয়েছে। ফলে ওই পানির প্রবাহ বাংলাদেশ অংশে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে বৃহস্পতিবার তিস্তা অববাহিকার নীলফামারীর ডিমলা ও ডালিয়ায় ২৪ ঘন্টায় ১ মিলিমিটার ও রংপুরের কাউনিয়া পয়েন্টে ২২ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করা হয়।

Jahan

×