
ছবি:সংগৃহীত
সাম্প্রতিক সময়ে এমন একটি খবর ছড়িয়ে পড়েছিল যে ভারত ও বাংলাদেশের নাগরিকরা মাত্র ₹২৩ লাখ (AED ১,০০,০০০) দিলেই সংযুক্ত আরব আমিরাতের (UAE) আজীবন ‘গোল্ডেন ভিসা’ পেতে পারেন। এই খবরে অনেকেই উৎসাহিত হয়েছিলেন, কেউ কেউ টাকা দেওয়ার পরিকল্পনাও করছিলেন।
কিন্তু এবার সেই গুজবের স্পষ্ট জবাব দিয়ে দিয়েছে আমিরাতের সরকারি কর্তৃপক্ষ।
সংযুক্ত আরব আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস এবং পোর্ট সিকিউরিটি বিভাগের (ICP) পক্ষ থেকে জানানো হয়েছে — আজীবন গোল্ডেন ভিসা বলে কিছু নেই, এবং এমন কোনো বিশেষ সুযোগ ভারতীয় বা বাংলাদেশিদের জন্য চালু করা হয়নি।
তারা আরও বলেছে, গোল্ডেন ভিসার আবেদন শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ও অনুমোদিত চ্যানেলের মাধ্যমেই করা যায়। কোনো ব্যক্তিগত এজেন্ট, দালাল বা পরামর্শক সংস্থা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত নয় — এবং তারা যদি এমন দাবি করে, সেটা সম্পূর্ণ ভুয়া।
এই ধরনের ভুয়া খবরে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে। তাই কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকতে বলেছে এবং জানিয়েছে, যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে বা মানুষের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনি যদি গোল্ডেন ভিসা বা অন্য কোনো ভিসা সংক্রান্ত তথ্য জানতে চান, তাহলে ভরসা রাখুন শুধু সরকারি সূত্রে। আবেদন করতে বা তথ্য পেতে ভিজিট করুন www.icp.gov.ae অথবা ফোন করুন 600522222 নম্বরে।
মনে রাখবেন, সহজে ধনী হওয়ার মতোই ‘সহজে আজীবন ভিসা’ পাওয়ার গল্পও বেশিরভাগ সময়েই ধোঁকাবাজি হয়। সচেতন থাকুন, প্রতারিত হবেন না।
মারিয়া