ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

অসুস্থ ডা. আব্দুল কুদ্দুস ও শিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

প্রকাশিত: ১৩:০৪, ৯ জুলাই ২০২৫; আপডেট: ১৩:০৫, ৯ জুলাই ২০২৫

অসুস্থ ডা. আব্দুল কুদ্দুস ও শিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ছবি: জনকণ্ঠ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার দুপুরে অসুস্থ জিয়া পরিষদ চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস এবং শিল্পী ফরিদা পারভীনকে হাসপাতালে দেখতে গেছেন। তিনি তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।

প্রথমে মির্জা ফখরুল নিউরোসাইন্স হাসপাতালে যান, যেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদ চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস চিকিৎসাধীন আছেন। তিনি নিউরোসাইন্স হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

এরপর তিনি আয়েশা মেমোরিয়াল হাসপাতালে যান শিল্পী ফরিদা পারভীনকে দেখতে। সেখানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, জাসাস সভাপতি হেলাল খান এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন রুকন।

সাব্বির

×