
ভারতীয় কিছু সংবাদমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৫ জুলাই) এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারতীয় পত্রিকার একটি বড় সমস্যা হলো—তারা অনেক সময় রাজনৈতিক দল থেকে বৈধভাবে ডোনেশন নিয়ে মিথ্যা প্রচারণা চালায়। প্রশ্ন হচ্ছে, এখন তারা কি আওয়ামী লীগের কাছ থেকেও অর্থ পাচ্ছে?”
তিনি বলেন, “আওয়ামী লীগের নেতারা গত এক দশকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। সেই অর্থ এখন বাংলাদেশের বিরুদ্ধে ক্যাম্পেইনে ব্যবহার করা হচ্ছে বলেই আমি মনে করি।
শফিকুল আলম দাবি করেন, শেখ হাসিনা যে কথাগুলো বলেন সেই কথাগুলোই ইন্ডিয়ান নিউজপেপারগুলো বলছেন বা ইন্ডিয়ান নিউজপেপার যে কথা বলছেন সেটাই শেখ হাসিনা।
তিনি আরও বলেন, এখন এই মিথ্যাটা কি তারা নিজে স্বতঃপ্রণোদিত হয়ে দিচ্ছেন? নাকি তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যে, এই গভর্নমেন্টের এগেইন্সটে এটা দাও? এটা করো? ওরা যেই ধরনের মিথ্যাটা উনারা বারবার দিচ্ছেন সেটা সত্যিকারের অর্থে আমাদের কাজের কাজকে বাড়িয়ে দিছে। আমাদের দেশের সিকিউরিটিকে উনারা ডিসট্যাবিলাইজ করতে চান এই নিউজপেপারগুলো।
সানজানা