ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ইসলাম শান্তি ও ন্যায়ের ধর্ম : প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১৮:০১, ৫ জুলাই ২০২৫

ইসলাম শান্তি ও ন্যায়ের ধর্ম : প্রধান উপদেষ্টা

পবিত্র আশুরা উপলক্ষে জাতির প্রতি সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার চিরন্তন দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদতবরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। 

তিনি বলেন, ইসলাম শান্তি ও ন্যায়ের ধর্ম। ইসলামের এই সুমহান আদর্শকে সমুন্নত রাখতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম হযরত ইমাম হোসেন (রা.), তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহচরবৃন্দ বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার প্রান্তরে শহীদ হন। অত্যাচারীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে। 

প্রফেসর ইউনূস বলেন, “পবিত্র আশুরা শুধু কারবালার স্মরণ নয়, এটি ইসলামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। হাদিসে বর্ণিত আছে, রাসূল (সা.) এ দিন উপলক্ষে দুটি রোজা রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। এই মহিমান্বিত দিনটি আমাদের উচিত নেক আমল, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের একটি সুযোগ হিসেবে গ্রহণ করা।”

তিনি আরও বলেন, “আসুন, পবিত্র আশুরার শিক্ষা হৃদয়ে ধারণ করে সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় সকলে একযোগে কাজ করি। একইসাথে মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও উন্নতির জন্য দোয়া করি।”

 

সানজানা

×