ঢাকা, বাংলাদেশ   রোববার ২৯ জুন ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

ফেব্রুয়ারির নির্বাচনকে কোন ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবেনা: ডা: এ. জেড. এম জাহিদ

এম জাহিদ হোসেন, নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

প্রকাশিত: ২৩:২৯, ২৮ জুন ২০২৫; আপডেট: ২৩:৩১, ২৮ জুন ২০২৫

ফেব্রুয়ারির নির্বাচনকে কোন ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবেনা: ডা: এ. জেড. এম জাহিদ

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ এখন নির্বাচনের জন্য প্রস্তুত। তারা নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে, এ গণআন্দোলন কোনো ষড়যন্ত্রে থামানো যাবে না। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখ দেখলেই বোঝা যায়—আগামী ফেব্রুয়ারির নির্বাচন কতটা অনিবার্য। বাংলাদেশ সে পথেই এগিয়ে যাচ্ছে, এবং বিএনপি এখনো সেই আশায় আছে।

শনিবার মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার সমালোচনা করে ডা. জাহিদ বলেন, “ছত্রিশ জুলাইয়ের আন্দোলনে দেশের মানুষকে ফেলে দিয়ে তিনি কীভাবে হেলিকপ্টারে করে পালিয়েছেন, তা জাতি দেখেছে। এটাই তাঁদের পারিবারিক ঐতিহ্য।”

রাজনগর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সিলেট বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। সম্মেলন শেষে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আসিফ

×