
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধসহ তিন দফা দাবিতে আজ শনিবার সারাদেশে গণজমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার রাত ১১টায় শাহবাগ মোড়ে চলমান অবরোধ কর্মসূচি থেকে তিনি এই ঘোষণা দেন।
হাসনাত আব্দুল্লাহ জানান, কেন্দ্রীয়ভাবে আজ বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ মোড়ে গণজমায়েত অনুষ্ঠিত হবে। একই সময়ে দেশের বিভাগীয় শহরগুলো এবং ‘জুলাই আন্দোলনের’ গুরুত্বপূর্ণ স্পটগুলোতেও গণজমায়েত কর্মসূচি পালন করবে 'জুলাই ঐক্য'।
তিন দফা দাবিগুলো হলো:
১) আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা
২) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা
৩) অবিলম্বে জুলাইয়ের ঘোষণাপত্র জারি করা
এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
সূত্র: https://www.youtube.com/watch?v=CgwsrqJrih0
আবীর