ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী

ভারতের বিভিন্ন অঞ্চলে ৪০০টি তুর্কী ড্রোন পাঠিয়েছে পাকিস্তান!

প্রকাশিত: ২১:৪৪, ৯ মে ২০২৫

ভারতের বিভিন্ন অঞ্চলে ৪০০টি তুর্কী ড্রোন পাঠিয়েছে পাকিস্তান!

ছবি: সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তান থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে ৩০০ থেকে ৪০০টি ড্রোন পাঠানো হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার (৯ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্ণেল সোফিয়া কোরেশি।

তিনি জানান, ড্রোনগুলো জম্মু ও কাশ্মিরের শ্রীনগর, রাজস্থানের জয়সালমার, পাঞ্জাবের পাঠানকোটসহ লাদাখের শিয়াচেন গ্লেসিয়ার বেস ক্যাম্প ও গুজরাটের কচ্ছ অঞ্চলে পাঠানো হয়। কর্ণেল কোরেশির ভাষ্য অনুযায়ী, হামলার পরিধি ছিল বিস্তৃত—যেহেতু এসব এলাকায় দূরত্ব প্রায় ১,৪০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

তিনি আরও জানান, ভারতীয় সেনাবাহিনী ড্রোনগুলোর বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে অন্তত ৫০টি ড্রোন ভূপাতিত করেছে এবং রেডিও জ্যামিং প্রযুক্তির মাধ্যমে আরও ২০টি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় সীমান্ত এলাকায় নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী।

এই ঘটনাটি নিয়ে এখনো পাকিস্তানের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এফএ

×