
ছবিঃ প্রতিবেদক
মাদারীপুরে বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নানা অনিয়ম, ঘুষ-দুর্নীতি ও দালালদের দৌরাত্বের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার বেলা ১১টায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন দুদক মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।
দুর্নীতি দমন কমিশন দুদক মাদারীপুর কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশনায় সারা বাংলাদেশে একযোগে বিআরটিএর কার্যালয়ে অভিযান পরিচালনার সুবাদে দুদক মাদারীপুর ডিডির অনুমতি নিয়ে মাদারীপুর বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করা হয়। কিছুদিন আগে মাদারীপুর বিআরটিএ অফিসে ঘুষ গ্রহণের একটা ভিডিও ভাইরাল হয়। দুর্নীতি দমন কমিশন নিজস্ব ক্ষমতা বলে অভিযান পরিচালনার জন্য অনুমতি দেয়। ইতোমধ্যে বিআরটিএ অফিসে কর্মরত তিন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালন করেন।
দুদক বুধবার বেলা ১১টার দিকে সরেজমিনে পরিদর্শন করে। তারা প্রত্যেকটা বিষয়ে নজরদারী করেছেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। তারা সব কিছু পর্যালোচনা করে এসবের সত্যতা পাওয়া মাত্র কমিশনে বিস্তারিত প্রতিবেদন পাঠাবেন। অভিযানকালে দুদক বিআরটিএ অফিসের তিনজনের কোনো কর্মকর্তাকে অফিসে পায়নি। তারা সকলেই অফিসে অনুপস্থিত ছিলেন। এটাও মাদারীপুর দুদক প্রতিবেদন আকারে কমিশনে পাঠাবো। এছাড়াও অভিযান পরিচালনা কালে বিআরটিএ অফিস সংলগ্ন (পেছনে) দু’টি কম্পিউটারের দোকানের মালিককে দুদক জিজ্ঞাসাবাদ করে। এসময় একটি কম্পিউটার দোকানদার তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানায় দুদক।
দুদক মাদারীপুর অফিসের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, ‘আজকে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশনায় সারা বাংলাদেশে একযোগে বিআরটিএর কার্যালয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই সুবাদে দুদক মাদারীপুর ডিডির দিকনির্দেশনায় মাদারীপুর বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করেছি। প্রত্যেকটা বিষয়ে নজরদারী করে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করেছি। সবকিছু পর্যালোচনা করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।’
মাদারীপুরবাসীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘সেবার ক্ষেত্রে যেখানে অনিয়ম-দুর্নীতি হবে আপনারা দুর্নীতি দমন কমিশনকে এসব তথ্য দিয়ে সহায়তা করবেন। যেখানেই অনিয়ম দুর্নীতি, সেখানেই দুদক।’
আরশি