
ছবিঃ প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন (RUAA) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের জন্য নতুন এডহক কমিটি ও নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আজ শুক্রবার (২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
নবগঠিত এ এডহক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয় কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. একরামুল হামিদকে এবং প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এফ নজরুল ইসলামকে।
৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটিতে সদস্য হিসেবে আছেন আইন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম মিয়া, পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. মো. ছামিউল ইসলাম সরকার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম এবং এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন আহমেদ।
৪ সদস্যের কমিটিতে নির্বাচন কমিশনার হিসেবে আছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. দিল আরা হোসেন, আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হান্নান, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল মোমেন এবং অতিরিক্ত সচিব (অব:) ড. মো. আব্দুল মান্নান।
প্রসঙ্গত, গঠনতন্ত্রে ত্রুটির অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচন বর্জনের ঘোষণা দেয় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রাক্তনীদের একাংশ। ঘটনার ধারাবাহিকতায় বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আরবি বিভাগের অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এক পর্যায়ে নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারপর বৃহস্পতিবার বিকেলে রুয়া নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন এবং উপাচার্যের বাসভবনে তালা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির। তারপর শুক্রবারের মধ্যে উপাচার্য নতুন অ্যাডহক কমিটি গঠন করে নির্বাচন কমিশনের কাজ শুরু করার আশ্বাস দিলে সন্ধ্যায় কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা।