
ছবিঃ সংগৃহীত
আজ ৩০ এপ্রিল, দুপুর ৩ টায় ঢাকায় অবস্থিত ইরানী দূতাবাসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ঢাকায় অবস্থিত ইরানী দূতাবাসে যান। এ সময় তিনি গত ২৬ এপ্রিল ইরানের বন্দর আব্বাসের নিকট শহীদ রাজাই বন্দরে এক ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে ৭০ জনের অধিক লোক নিহত ও এক হাজারের অধিক লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে ইরানী দূতাবাসে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন।
তিনি এ ঘটনায় নিহতদের রূহের মাগফিতার কামনা করেন এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ইরানের সরকার ও জনসাধারণ শীঘ্রই এ বিরাট ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
এ সময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সাথে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
আরশি