ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত: ০৮:৫০, ২৮ এপ্রিল ২০২৫

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। সোমবার রাতে দেশে ফিরেছেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।

সোমবার রাত তিনটায় প্রধান উপদেষ্টা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে রবিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে তিনি ইতালির রোম ত্যাগ করেন।কাতার সফর শেষে রোমে যাত্রা করেছিলেন ড. ইউনূস।

গত শুক্রবার চার দিনের কাতার সফর শেষে প্রধান উপদেষ্টা দোহা থেকে রোমে যান। সেখান থেকেই তিনি পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন এবং পরে দেশে ফেরার জন্য রওনা হন।সেখানে বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ ও আলোচনা।

রোম সফরকালে ডক্টর মুহাম্মদ ইউনূস ক্যাথলিক চার্চের দুই শীর্ষ নেতা, কার্ডিনাল সিলভানো মারিয়া থোমাসি এবং কার্ডিনাল জেকব কুভাগার্ডের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে বিশ্বশান্তি, আন্তঃধর্মীয় সংলাপ এবং বৈশ্বিক সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

আফরোজা

×