
ছবি: সংগৃহীত
গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'মার্চ ফর গাজা' কর্মসূচি। এ কর্মসূচিকে কেন্দ্র করে ফিলিস্তিনের পতাকা বিক্রির হিড়িক পড়েছে। দল বেঁধে মানুষকে ফিলিস্তিনের ছোট, মাঝারি এবং বড় পতাকা কিনতে দেখা গেছে। বিক্রেতারা বলছেন, এর আগে কখনো এতো পতাকা বিক্রি হয়নি।
আজ শনিবার (১২ এপ্রিল) রাজধানীর নিউমার্কেট, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ বিভিন্ন মোড় ঘুরে এ তথ্য জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, ফিলিস্তিনের পতাকা বিক্রির হিড়িক লেগেছে। মার্চ ফর গাজায় অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন মানুষ। আর গাজার প্রতি সংহতি জানাতে সঙ্গে নিচ্ছেন ফিলিস্তিনের পতাকা। কেউ কিনছেন কপালে লাগানোর ছোট পতাকা, কেউ মাঝারি সাইজের পতাকা, আবার কেউ কিনছেন বড় পতাকা। যার যার পছন্দ অনুযায়ী ফিলিস্তিনের পতাকা নিচ্ছেন সর্বস্তরের মানুষ। জানাচ্ছেন গাজাবাসীর প্রতি সংহতি। 'মার্চ ফর গাজা' উপলক্ষে সুলভ মূল্যে নগরের বিভিন্ন মোড়ে বিক্রি হচ্ছে ফিলিস্তিনের পতাকা। বিক্রি কয়েকগুণ হারে বেড়েছে। ১০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে এসব পতাকা।
পতাকা কিনতে আসেন মোহাম্মাদ হাসান নামের একজন যুবক। তিনি জানান, "আমরা তো ফিলিস্তিনে যেতে পারছি না যদি যেতে পারতাম তাহলে মরে গেলেও শান্তি পেতাম। আমার মুসলিম ভাই-বোনদের যেভাবে হত্যা করেছে ইসরায়েল এর বিচার আল্লাহ করবে। আর আমরা না যেতে পারলেও তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এই কর্মসূচির মাধ্যমে।"
ভ্রাম্যমান দোকানি নাইফ রাইয়ান জানান, "ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানাতে আজ পাইকারি দামেই পতাকা বিক্রি করছি। যাতে সারাদেশ থেকে আসা মানুষজন পতাকা কিনতে পারেন।"
আরেক হকার লিটন মিয়া বলেন, "ছোট পতাকা বিক্রি করছি ১০টাকায়। আর কপালে লাগানোর পতাকা ২০ টাকা দামে, মাঝারি সাইজের পতাকা ৫০ টাকা আর বড় পতাকা ১৫০ টাকা বিক্রি করছি। আর প্যাকেজে ৩টি ৬০ দামে পতাকা বিক্রি করছি ৫০টাকায়, ছাড় দেয়া হচ্ছে ১০টাকা।"
জানা গেছে, বিকেল ৩টা থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বাংলাদেশে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে এই কর্মসূচি আয়োজিত হচ্ছে।
আবীর