ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিয়ের আশ্বাসে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর: প্রেস সচিব

প্রকাশিত: ২০:৩১, ২০ মার্চ ২০২৫

বিয়ের আশ্বাসে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অপরাধে সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ড নির্ধারণ করে সংশোধনী পাশ করেছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংশোধিত নির্যাতন আইনে নতুন ধারা যুক্ত করে এই বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, "বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনাগুলোর ক্ষেত্রে আইন আরও কঠোর করা হয়েছে। আগের আইনের তুলনায় নতুন সেকশন সংযুক্ত করে সর্বোচ্চ শাস্তির মেয়াদ সাত বছর নির্ধারণ করা হয়েছে।"

প্রেস সচিব জানান, সংশোধনের আগে বিভিন্ন নারী অধিকার সংগঠনের মতামত নেওয়া হয়েছে এবং তাদের সুপারিশ যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, "নারী অধিকার সংগঠনগুলোর সঙ্গে পরামর্শের ভিত্তিতে এই সংশোধনী আনা হয়েছে। দীর্ঘ আলোচনার পর আইনটি অবশেষে অনুমোদন পেয়েছে।"

তিনি আরও জানান, ধর্ষণ মামলার দীর্ঘসূত্রিতা কমাতে ডিএনএ পরীক্ষার ক্ষেত্রে নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে মামলাগুলোর দীর্ঘসূত্রিতার অন্যতম কারণ ডিএনএ পরীক্ষায় বিলম্ব। এজন্য নতুন দুটি ডিএনএ ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রেস সচিব আরও বলেন, "ধর্ষণের সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে এবং নতুন আইন অনুযায়ী সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।" সংশোধিত আইনটি পাসের মাধ্যমে সরকারের পক্ষ থেকে নারীদের সুরক্ষা আরও নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভিডিও দেখুন: https://youtu.be/56OtTmnqFtQ?si=Y5sobv2uqTCd3PIq

এম.কে.

×