
ছবি:সংগৃহীত
আলোচিত অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ আদনান তার ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে লিখেন, রাজপথ উত্তাল করে হলেও, স্থিতিশীলতা বিসর্জন দিয়ে হলেও মহান আল্লাহর বিরুদ্ধে রাখাল রাহার কুতসিত গালাগালি সমর্থন করতে হবে - ইন্টেরিমের এমন সিদ্ধান্তের কারণ কী? রাখাল রাহার ওপর কার আশীর্বাদ আছে?
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা (সাজ্জাদুর রহমান)-এর বিরুদ্ধে আল্লাহর নামে কটূক্তির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তার শাস্তির দাবি জানিয়েছেন দেশের শীর্ষ ১৫০ আলেম।
রাখাল রাহা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আল্লাহ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন, যা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। যদিও তিনি পরবর্তীতে সেই পোস্ট মুছে ফেলেছেন, তবুও তার মন্তব্য নিয়ে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
মুহাম্মদ ওমর ফারুক