ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আরিফ আজাদ

শাইখ আহমাদুল্লাহকে ওরা কোনোদিন একুশে পদক দিবে না

প্রকাশিত: ২১:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

শাইখ আহমাদুল্লাহকে ওরা কোনোদিন একুশে পদক দিবে না

ছবি: সংগৃহীত

আলোচিত ইসলামী লেখক আরিফ আজাদ তার একটি ফেসবুক মন্তব্যে লিখেন, খুব করে জানি, শাইখ আহমাদুল্লাহকে ওরা কোনোদিন একুশে পদক দিবে না, ইসলামি কোনো লেখক সাহিত্যিককেও কোনোদিন বাংলা একাডেমি পুরস্কার দিবে না। যদিও, পুরস্কারে কী আসে যায়। যে কাজ আসমানে লেখা রয়, সেই কাজ যমিনের স্বীকৃতি দিয়ে কী করবে? তবুও, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে মূলধারা থেকে বঞ্চিত রাখা হয়, সবদিক থেকে, সর্ব উপায়ে, সেটাই আফসোসের।

মুহাম্মদ ওমর ফারুক

×